adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনের অভিযােগ -এশিয়ার স্থিতিশীলতা ঝুঁকিতে ফেলছে যুক্তরাষ্ট্র

U S Aআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার স্থিতিশীলতা ঝুঁকিতে ফেলার অভিযোগ করেছে চীন।

'দিয়াওইউ' দ্বীপমালার মালিকানা নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের দেয়া বক্তৃতার প্রতিক্রিয়ায় এ অভিযোগ করে চীন।

শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে, এ দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্রকে 'ভুল মন্তব্য' করা বন্ধ করতে আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, দিয়াওইউ দ্বীপমালা ইস্যুকে জটিল করা এবং এ অঞ্চলের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা যুক্তরাষ্ট্রের উচিত নয়।

ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর দক্ষিণ কোরিয়া ও জাপানে চার দিনব্যাপী নিজের প্রথম বিদেশ সফর  করছেন ম্যাটিস।

শুক্রবার দক্ষিণ কোরিয়া থেকে জাপানে যান তিনি। সেখানে জাপানী প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাৎকালে দিয়াওইউ দ্বীপমালার মালিকানা নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

প্রাকৃতিক গ্যাস এবং মৎস সম্পদ সমৃদ্ধ দিয়াওইউকে 'সেনকাকু' নামে ডাকে এর বর্তমান নিয়ন্ত্রক দেশ জাপান। চীনও এর মালিকানা দাবি করায় উভয় দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বিরোধ চলে আসছে।

এ বিরোধের প্রসঙ্গে ম্যাটিস বলেন, সেনকাকুর মালিকানা নিয়ে  বেইজিংয়ের সঙ্গে বিরোধের ক্ষেত্রে জাপানের নিরাপত্তায় ওয়াশিংটন এগিয়ে আসবে।

তিনি বলেন, জাপানের সঙ্গে  যুক্তরাষ্ট্রের যে  প্রতিরক্ষা চুক্তি রয়েছে তার আওতাতেই জাপানের নিয়ন্ত্রণাধীন সব এলাকার প্রতিরক্ষার দায়িত্ব পালনে ওয়াশিংটন বাধ্য।

সেনকাকু দ্বীপমালার ওপর জাপানের মালিকানাকে ঝুঁকিতে ফেলে এমন যেকোনো এক তরফা পদক্ষেপের বিরুদ্ধে ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

শনিবার তার এ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং।

তিনি বলেন, দিয়াওইউ এবং এর সংলগ্ন এলাকা প্রাচীন কাল থেকেই চীনের অংশ , এই ঐতিহাসিক সত্য কখনোই পরিবর্তনযোগ্য নয়।

যুক্তরাষ্ট্র-জাপানের চুক্তিকে 'তথাকথিত' আখ্যা দিয়ে লু কাং বলেন, এটি স্নায়ুযুদ্ধের ফসল। একে চীনের সার্বভৌমত্ব এবং আইনগত অধিকারের সঙ্গে তুলনা করা উচিত নয়।

যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া