adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আগামীতে শিক্ষিত তরুণরাই ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দেবে’

1484382622ডেস্ক রিপাের্ট : তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, 'প্রযুক্তি নির্ভর শিক্ষিত তরুণরাই আগামীতে ডিজিটাল বাংলাদেশের নেতৃত্বে দেবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০২১ বাস্তবায়নের মাধ্যমে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছে বর্তমান সরকার।'
 
১৪ জানুয়ারি শনিবার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে ইন্টারনেটের ওয়াইফাই সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
 
প্রতিমন্ত্রী পলক বলেন, সারাদেশে চার কোটি ২৬ লাখ শিক্ষার্থীকে ইন্টারনেট সংযোগের আওতায় আনার পরিকল্পণা গ্রহণ করেছে সরকার। এর মাধ্যমে তারা গ্লোবাল ভিলেজে সংযুক্ত হয়ে নিজেদের প্রযুক্তি জ্ঞানে যোগ্য হিসেবে গড়ে তুলবে। তাদের হাতেই আগামীতে বাংলাদেশের নেতৃত্ব।
 
প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব দূরদর্শীতা ও উদ্যোগের ফলে ইন্টারনেট সংযোগ এখন সহজলভ্য। শিক্ষিত তরুণরা ইন্টারনেট সংযোগে সংযুক্ত হয়ে সারা বিশ্বকে জানবে, জানবে এদেশের বীরত্ব গাঁথা মুক্তিযুদ্ধের ইতিহাস, অবস্থান নেবে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। অমিত সম্ভাবনার দ্বার হিসেবে ইন্টারনেট সংযোগকে ব্যবহার করতে হবে। তবে তা যেন শুধুমাত্র সস্তা বিনোদনের ক্ষেত্র না হয়ে ওঠে।
 
প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ে তোলা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের কাজ চলছে। এজন্য তরুণ প্রজন্মকে সোনার মানুষ হয়ে গড়ে উঠতে হবে।
 
নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম.এইচ. খালেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আমরা কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি এস.এম. সাহাদাৎ হোসেন রাজীব ও সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন রিয়ন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া