adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হােয়াইটওয়াশের লজ্জায় পাকিস্তান

Pakistan captain Misbah-ul-Haq (R) and Younis Khan (L) listen to the speeches after Australia defeated Pakistan on the final day of the third cricket Test match at the SCG, in Sydney on January 7, 2017. / AFP / WILLIAM WEST / IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE        (Photo credit should read WILLIAM WEST/AFP/Getty Images) স্পাের্টস ডেস্ক : হলো না ড্র। শেষমেশ সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ২২০ রানের বিশাল ব্যবধানে হারের সঙ্গে ধবলধোলাইয়ের লজ্জায় ডুবল পাকিস্তান। ওজি বোলার জস হ্যাজেলউড ও ও’কিফির তোপে পঞ্চম দিনের তৃতীয় সেশনের আগেই অল আউট পাকিস্তান। তাতেই হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল মিসবাহরা।

অস্ট্রেলিয়ার দেয়া ৪৬৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে এদিন এক উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে চতুর্থ দিনের খেলা শেষ করে পাকিস্তান। পঞ্চম দিনে ওজি বোলারদের সামনে দাঁড়াতেই পারল না পাক ব্যাটসম্যানরা। বালুর বাঁধের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পা ব্যাটিং লাইন আপ। তবে সরফরাজ আহমেদের অপরাজিত ৭২ রান বৃথাই গেল।

এর আগে গত ৩ জানুয়ারি ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে ৫৩৮ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে অজিরা। দলের পক্ষে ম্যাট রেনশ ১৮৪, ডেভিড ওয়ার্নার ১১৩ ও পিটার হ্যান্ডসকম্ব ১১০ রান করেন। পাকিস্তানের পক্ষে ইমরান খান ২টি, ওয়াহাব রিয়াজ ৩টি, আজহার আলী ২টি ও ইয়াসির শাহ ১টি করে উইকেট নেন।

এরপর পাকিস্তান তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৩১৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ১৭৫ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন ইউনিস খান। আর ৭১ রান করে আউট হন আজহার আলী। অস্ট্রেলিয়ার পক্ষে জস হাজলেউড ৪টি, নাথান লায়ন ৩টি, মিচেল স্টার্ক ১টি ও স্টিভ ও’কিফি ১টি করে উইকেট নেন।

তারপর অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে ইনিংসের ডিক্লেয়ার করে। প্রথম ইনিংসে পাকিস্তান ২২৩ রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য তাদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৬৫।

এই লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে শুক্রবার দিনের খেলা শেষ করে পাকিস্তান। দলের পক্ষে ৪০ রান করে আউট হন শারজিল খান। আজহার আলী ১১ ও ইয়াসির শাহ ৩ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লায়ন একটি উইকেট নেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া