adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লিতে ১৬৮ বছরের পুরনো বাড়িতে জীবনযাপন

2আন্তর্জাতিক ডেস্ক : অনিল পারসাদ দিল্লির প্রাচীন বাড়ির বাসিন্দা হয়ে গর্ববোধ করেন, তিনি কখনও পুরনো দিল্লি ছেড়ে যাবেন না।
ভারতের দিল্লিতে প্রতি বছর যে পর্যটকরা ভ্রমণে আসেন তার অন্যতম কারণ হলো শহরটির প্রাণাচঞ্চল্য, রাস্তার খাবারদাবার এবং প্রাচীন সব ভবন দর্শন। পুরনো দিল্লিতে প্রাচীন যেসব ভবন এখনও ভালোভাবে টিকে রয়েছে তারই একটি ঘুরে দেখেছেন অনসুয়া বসু।

1প্রাচীন ভবনে থাকতে কেমন লাগে, আর ভবন কিভাবে রক্ষণাবেক্ষণ করছে ভবন মালিকরা সেটারও অনুসন্ধান করেছেন তিনি।
ভারত যখন মোঘলরা শাসন করতো তখন অনেক প্যালেস এবং বড় বড় বাড়ি গড়ে উঠেছিল দিল্লিতে। কিন্তু সেই তুলনায় খুব কম সংখ্যক বাড়ি এবং প্যালেস এখন পর্যন্ত টিকে আছে।
দিল্লিতে ৫৫৪টি প্রাচীন বাড়ি সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। তবে লালা চুন্নামালের 'হাভেলি' বা প্রাসাদসম বাড়িটি টিকে আছে ব্যক্তি উদ্যোগেই। ভারতীয় সরকারের কোনও সাহায্য ছাড়াই বছরের পর বছর সেই বাড়িটি রক্ষণাবেক্ষণ করে আসছে।


বাড়িটির দেয়ালে আয়না দিয়ে সুসজ্জিত কারুকাজ চোখে পড়ে

এই বাড়িটি তৈরি হয়েছিল ১৮৪৮ সালে।
এখন এ বাড়িটির যারা মালিক তাদেরই একজন অনিল পারসাদ। তিনি বলছিলেন কেন এই প্রাসাদসম বাড়িটি আভিজাত্যের প্রতীক।
"এক একরের উপর তৈরি হয়েছে বাড়িটি। এখানে ১২৮টি ঘর রয়েছে। আরএখানে ৩০টি পরিবার খুব সহজে থাকতে পারে, এমন বন্দোবস্ত এখানে আছে। তবে এখান থেকে এখন অনেক পরিবারই শহরের অন্য এলাকায় চলে গেছে"-বলেন মি: পারসাদ।
তবে বাড়িটি ছেড়ে কখনও যাবেন না বলে মন্তব্য করেন মি: পারসাদ।বিবিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া