adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেড় হাজার কোটি টাকার জলবায়ু তহবিল পেয়েছে বাংলাদেশ

anwar-hossain-manjuডেস্ক রিপাের্ট : পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বাংলাদেশের জলবায়ু তহবিলে সাতটি উন্নয়ন সহযোগী দেশ ১৮৬.৯ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। এরমধ্যে বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থা থেকে বাংলাদেশকে ১ হাজার ৫৭৩ কোটি টাকা প্রদান করা হয়েছে।

সংসদের দ্বাদশ অধিবেশনে আজকের বৈঠকে মো. আবদুল্লাহর (লক্ষ্মীপুর-৪) প্রশ্নের জবাবে বনমন্ত্রী সংসদকে এ তথ্য জানান। মন্ত্রী সংসদকে আরও জানান, জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেওয়া কৌশল বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী দেশসমূহ বাংলাদেশের সাথে যৌথভাবে একটি  মাল্টিডোনার ট্রাস্ট ফান্ড গঠন করে। বিশ্বব্যাংক এ ফান্ডে ট্রাস্টি হিসেবে নিয়োজিত আছে। সাতটি উন্নয়ন সহযোগী দেশ ১৮৬.৯ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি দেন। এরমধ্যে এ ফান্ডে এ পর্যন্ত ১৩০.২ মিলিয়ন মার্কিন ডলার বা ১ হাজার ২৯ কোটি টাকা প্রদান করা হয়। এছাড়া মন্ত্রীর দেওয়া তথ্য থেকে জানান যায়, জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ লেস ডেভেলপমেন্ট কান্ট্রি ফান্ড থেকে ১৪.৫৮ মিলিয়ন ডলার, গ্লোবাল ক্লাইমেট ফান্ড থেকে ৪০ মিলিয়ন ডলার ও জার্মান সরকারের কেএফ ডব্লিউ রিকনস্ট্রাকশন ক্রেডিট ইনস্টিটিউট থেকে ১৫ মিলিয়ন ডলারসহ সর্বমোট ৬৯.৫৮ ডলার বা ৫৪৪ কোটি টাকা লাভ করেছে। এসময় মন্ত্রী আরও জানান, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অন্যান্য মন্ত্রণালয়ও ইআরডির মাধ্যমে সরাসরি অর্থ সহযোহিতা পেয়ে থাকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া