adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্যাথলজি পরীক্ষাকালে যেসব বিষয়ে লক্ষ্য রাখবেন

ঢাকা: সঠিক প্যাথলজি ডায়াগনস্টিক পরীক্ষার ফলাফলের ওপর সঠিক রোগ নির্ণয়ের বিষয়টি অনেকাংশেই নির্ভরশীল। আগে রোগীর নাড়ি দেখে কিংবা হাঁটাচলা দেখে রোগ নির্ণয় করা সম্ভব হলেও এখন তা প্রায় অসম্ভব। বর্তমানে যেকোনো রোগ নির্ণয়ের পূর্বশর্ত হলো রোগীর রোগের ইতিহাস, শারীরিক পরীক্ষা এবং সবশেষে বিভিন্ন প্যাথলজিকাল পরীক্ষা। এই তিনটি বিষয়ের সমন্বয় ছাড়া বর্তমানে কোনো রোগ নির্ণয় বা চিকিৎসা কিংবা পরবর্তী ফলোআপ সম্ভব নয়।
কোনো রোগী চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক রোগীর ইতিহাস জেনে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে তার ক্লিনিক্যাল ডায়াগনসিস করেন। এই ক্লিনিক্যাল ডায়াগনসিসের উপর ভিত্ত করে রোগীদের বিভিন্ন পরীক্ষা করানোর নির্দেশ দেন চিকিৎসক। তারপর রোগী যান ল্যাবরটরিতে, পরীক্ষাগুলো করানোর জন্য।
ল্যাবরটরিতে স্বাস্থ্য পরীক্ষা করাতে গেলে অবশ্যই কয়েকটি বিষয় দেখে নিতে হবে-
ল্যাবরেটরির জন্য প্রশস্ত জায়গা, টয়লেট সুবিধা, বসার জায়গা, যোগাযোগ সুবিধা ইত্যাদি আছে কি-না।
ল্যাবরটরিতে বিশেষজ্ঞ প্যাথলজিস্ট, বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট আছেন কি-না।
দক্ষ, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রয়োজনীয় ডিগ্রিধারী ল্যাব টেকনোলজিস্ট এবং প্যারামেডিক্স আছেন কি-না।
ল্যাবরটরিতে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতি, আসবাবপত্র, বিদ্যুৎ সুবিধা আছে কি-না
রিসেপশন কাউন্টার সঠিক লোক দ্বারা পরিচালিত হচ্ছে কি-না এবং সেখানে সরকারি মূল্যতালিকা আছে কি-না।
ল্যাবরটরিটিতে যেসব পরীক্ষা-নিরীক্ষা করানো হয় তার কোনো তালিকা আছে কি-না।
এই সুবিধাগুলো একটি ল্যাবরটরিতে আছে- এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই সেই ল্যাবটরিকে স্বাস্থ্যপরীক্ষার জন্য পছন্দ করুন। এরপর রিসেপশনে আপনার চিকিৎসকের দেয়া পরামর্শপত্র অর্থাৎ প্রেসক্রিপশনটি জমা দিয়ে রশিদ নিন এবং লক্ষ্য করুন আপনার চিকিৎসকের নির্দেশ অনুযায়ী পরীক্ষাগুলো লিপিবদ্ধ করা হয়েছে কি না ও মূল্যতালিকা অনুযায়ী আপনার কাছ থেকে টাকা নেয়া হচ্ছে কি না।
রক্ত পরীক্ষা
রক্ত পরীক্ষার ক্ষেত্রে খেয়াল রাখুন- স্টেরালাইজড্‌ অথবা জীবাণুমুক্ত ডিসপোজেবল সিরিঞ্জ অথবা আধুনিক ভ্যাকুটেনার ব্যবহার করা হচ্ছে কি না। জীবাণুমুক্ত উপায়ে রক্ত গ্রহণ করার পর তা সংগ্রহ করে এর উপর সঠিক নাম্বারের লেবেল লাগলো কি না এবং তা তালকা খাতায় তোলা হলো কি না তাও দেখে নিন।
শর্করা বা লিপিড প্রোফাইলের জন্য অভুক্ত অবস্থায় রক্ত দিতে হবে।
মূত্র পরীক্ষা
মূত্র পরীক্ষার জন্য সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমবার মূত্রত্যাগ করার পরই সেই মূত্র সংগ্রহ করতে হবে। ইউরিন কালচার ও সেনসিটিভিটি পরীক্ষার জন্য বিশেষ করে নির্জীবিত টেস্ট টিউবে করে মূত্র ত্যাগের মাঝামাঝি সময়ের মূত্র Mid stream সংগ্রহ করলে পরীক্ষার ফলাফল সঠিক হবে। নারীদের ক্ষেত্রে যোনীরস, মাসিকের রক্ত ইত্যাদি যেন মূত্রের সঙ্গে মিশে না যায় সেজন্য যোনীপথ ভালোভাবে পরিষ্কার করে তবেই মূত্র সংগ্রহ করতে হবে।
কফ পরীক্ষা
কফ পরীক্ষা বা এএফবি টেস্টের জন্য পরপর তিনদিন সকালে খুব ঘন কফ সংগ্রহ করতে হবে, থুথু বা লালা দিলে হবে না। ম্যালিগনেন্ট বা ক্যানসারের কোষের জন্য এই পদ্ধতিতেই কফ সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠাতে হবে।
মল পরীক্ষা
মল পরীক্ষার জন্য বড় প্লাস্টিকের পাত্র বা কাঁচের পাত্র ব্যবহার করতে হবে।
সোয়াব পরীক্ষা
গলার সোয়াব পরীক্ষার জন্য সকালে মুখ না ধুয়ে ল্যাবরেটরিতে যেতে হবে। জরুরি ক্ষেত্রে যেকোনো সময় গলার সোয়াব নেয়া যেতে পারে।
ফাঙ্গাস রুটিন টেস্ট
ফাঙ্গাস রুটিন টেস্টের জন্য কোনো ওষুধ না খেয়ে এবং সাতদিন মলম না লাগিয়ে নমুনা সংগ্রহ করতে হবে।
সিমেন অ্যানালাইসিস
সিমেন বা ধাতু অ্যানালাইসিসের জন্য পরপর তিনদিন সঙ্গম থেকে বিরত রেখে তা সংগ্রহ করতে হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া