adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

downloadজাবি: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এ মানববন্ধন কর্মসূচি পালন করে ।

মানববন্ধনে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক তালিম হোসেন বলেন, ‘অবিলম্বে বঙ্গবন্ধু সাফারি পার্কে সন্ত্রাসীদের থেকে ইজারাচুক্তি বাতিল করতে হবে। একই সঙ্গে সন্ত্রাসীদের হাত থেকে জাতীয় সম্পদ উদ্ধার করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

মানববন্ধনে শিক্ষার্থীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, পার্কে নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি স্থাপন, আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ, বিভাগ কর্তৃক মামলা গাজীপুর থানা থেকে সাভার থানায় স্থানান্তর এবং অপরাধীদের ছবি ও ভিডিও  প্রকাশ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।

মানববন্ধনে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমুল আলম, অধ্যাপক আলী আকন্দ মামুনসহ প্রায় দুইশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।

একই দাবিতে আগামীকাল মঙ্গলবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও বুধবার শহীদ মিনারের পাদদেশে প্রতীকী অনশন করবে তারা।

উল্লেখ্য, ৫ই ফেব্রুয়ারি (বুধবার) উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সাফারি পার্কে শিক্ষাসফরে গেলে পার্কে ঢোকার জন্য বন সংরক্ষণ কর্মকর্তা এবং পার্ক কর্তৃপক্ষের অনুমতিপত্র দেখানোর পরও পার্কের ইজারাদার বাঁধা দেয়। তখন বাগবিতণ্ডার পর এক পর্যায়ে পার্কের ইজারাদার কবির হোসেনের লোকজন শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

এতে শিক্ষকসহ প্রায় ৩৫ জন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া