adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউমোনিয়া শিশু মৃত্যুর কারণ হতে পারে

image_54057_0ঢাকা: নিউমোনিয়া শিশুদের জন্য একটি আতঙ্কের নাম। বড়দের তুলনায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার ফলে অনেক সময় নিউমোনিয়া শিশুর মৃত্যুর কারণ হতে পারে। মূলত নিউমোনিয়া ফুসফুস এবং শ্বাস-প্রশ্বাসজনিত প্রদাহ হলেও ভাইরাল ইনফেকশন এবং ব্যাক্টেরিয়া থেকে নিউমোনিয়া হবার প্রবণতা বেশি।



বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. এ টি এম আতিকুর রহমান বলেন, ‘‘ফুসফুসের ইনফেকশনের নাম হচ্ছে নিউমোনিয়া। ব্যাক্টেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদি বিভিন্ন কারণে নিউমোনিয়া হতে পারে। পরিবেশের উপর ক্ষতিকর কেমিক্যালের যে প্রভাব সেটিও নিউমোনিয়া হবার অন্যতম একটি কারণ।”



প্রাথমিকভাবে জ্বর, শ্বাস-কষ্ট, বুকের দুধ নিয়মিত খেতে না চাওয়া, এবং স্বাভাবিক খাদ্য গ্রহণে অনীহা শিশুর নিউমোনিয়ার লক্ষণ হিসেবে বিবেচিত হয়।



নিউমোনিয়ার কারণ নিউমোকক্কাস নামক ব্যাক্টেরিয়াটি সবচেয়ে বিপদজনক শিশুর ফুসফুসের জন্য। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশ, যেখানে জনবহুল পরিবেশের কারণে পুষ্টিহীনতা একটি স্বাভাবিক ঘটনা, সেখানে শিশুদের আক্রান্ত হবার সম্ভাবনা থেকেই যায়।



যখন একটি শিশু নিউমোনিয়াতে আক্রান্ত হয়, তখন তার অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। অক্সিজেনের ঘাটতি মানেই শিশুর শ্বাস-কষ্ট। শেষ পর্যন্ত এই শ্বাস-কষ্ট মৃত্যুর দুয়ারে নিয়ে যেতে পারে শিশুকে। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে নিউমোনিয়ায় মৃত্যুহার বেশি।

 

জলবায়ু পরিবর্তনের ফলে এখন নিউমোনিয়াতে আক্রান্ত হবার সময়ও পাল্টে গেছে। এ নিউমোনিয়া থেকে শিশুকে মুক্ত রাখার সবচেয়ে ভাল উপায় হচ্ছে জন্মের পরই ৬মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো  ও জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং মা ও পরিবারের সকলের সচেতনতা বৃদ্ধি করা।কারণ প্রতিকারের চেয়ে সবচেয়ে উত্তম হচ্ছে রোগ প্রতিরোধ করা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া