adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

image_66449_0ঢাকা: রাজধানী ঢাকায় দিন দিন বাড়ছে আবর্জনার পরিমাণ৷ ফলে দূষিত হয়ে উঠছে চারপাশের পরিবেশ৷ এই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইতালির একটি কোম্পানির সঙ্গে চুক্তি হলেও তা বাস্তবায়িত হওয়ার খবর পাওয়া যায়নি৷গত বছরের ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকা মহানগরের প্রতিদিনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে ইটালির ‘ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট ফাইন্যান্স এসইএল'-এর সঙ্গে সরকার চুক্তি করেছে৷ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছিলেন, আমিনবাজার ও মাতুয়াইলে অবস্থিত সিটি করপোরেশনের ল্যান্ডফিল সাইটে প্রকল্প বাস্তবায়িত হবে৷ প্রকল্পের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ৪৩.৪ একর জমি প্রতিবছর ৬৯ লাখ ৪৪ হাজার টাকায় কোম্পানিকে ইজারা দেবে৷

এই প্রকল্প থেকে বিদ্যুতের পাশাপাশি জৈব সারও উৎপন্ন হবে জানিয়ে প্রতিমন্ত্রী নানক বলেছিলেন, দুটি সিটি করপোরেশন প্রকল্পের জন্য প্রতিদিন চার হাজার মেট্রিক টন বর্জ্য সরবরাহ করবে৷ প্রকল্প থেকে উৎপাদিত প্রতি কিলোওয়াট বিদ্যুৎ ৮ টাকা ৭৫ পয়সা দরে কিনবে সরকার৷ ২০ বছর পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো যাবে না৷
এদিকে, বেশ কয়েক বছর ধরে ঢাকার বর্জ্য থেকে কমপোস্ট সার তৈরি করছে ওয়েস্ট কনসার্ন নামের একটি কোম্পানি৷ তাদের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটি প্রায় ৯৫ হাজার মেট্রিক টন বর্জ্য রিসাইকল করেছে৷

রাজধানীতে উত্পন্ন বর্জ্যগুলো তিনভাগে ভাগ করা যায়৷ জৈব বর্জ্য, প্লাস্টিক বর্জ্য ও অন্যান্য বর্জ্য – যার মধ্যে পড়ে ধাতব সহ অন্যান্য বর্জ্য৷ এর মধ্যে জৈব বর্জ্যের পরিমাণ প্রায় ৮০ শতাংশ৷ বিশ্লেষকরা মনে করেন, বর্জ্যকে সম্পদে পরিণত করা গেলে আমিনবাজার ও মাতুয়াইলে থাকা ঢাকার দুটো ল্যান্ডফিলের আয়ুস্কাল বাড়ানো যাবে৷ বর্তমান হারে আবর্জনা জমা হতে থাকলে আগামী ৫-৭ বছরের মধ্যে সেগুলো ভরাট হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে৷ বিষয়টা গুরুত্বপূর্ণ এ কারণে যে, ঢাকার মতো শহরে ল্যান্ডফিলের জন্য উপযুক্ত জায়গা পাওয়া খুব কঠিন হতে পারে৷ 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া