adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সিম নিবন্ধনের সময় বাড়ছে না- ৩০ এপ্রিল শেষ সময়’

halimনিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ৩০ এপ্রিল সিম নিবন্ধনের শেষ সময়। এরপর পয়লা মে থেকে পর্যায়ক্রমে সিম ডিঅ্যাকটিভ ও পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
 
১৯ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে নিজ কক্ষে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রিরেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
 
তারানা হালিম বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি, ৩০ এপ্রিল বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ সময়। যারা এখনো পুনঃনিবন্ধন করেননি, তারা যেন এই সময়ের মধ্যে সিম নিবন্ধন শেষ করেন। সারা দেশে মোবাইল অপারেটরগুলোর কাস্টমার কেয়ার, সরকারি ডাক বিভাগ, স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়ে সিম নিবন্ধন কার্যক্রম চলছে। সেখান থেকে গ্রাহকরা এই সেবা নিতে পারবেন।’
 
প্রতিমন্ত্রী জানান, এ পর্যন্ত সিম নিবন্ধন ৬ কোটি ৩৫ লাখ সিম নিবন্ধন।
 
তারানা হালিম বলেন, ‘৩০ এপ্রিলের মধ্যে আশা করছি নিবন্ধিত সিমের সংখ্যা ১৩ কোটিতে পৌঁছাবে।’ প্রতিদিন ১ লাখ বায়োমেট্রিক ডিভাইস সিম নিবন্ধনে ব্যবহার হচ্ছে বলে জানান তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া