adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিককে নিয়ে পান্ডের কুৎসিত মন্তব্য!

Bangladesh's Mushfiqur Rahim(L)gestures towards Indian bowler Hardik Panday after scoring a boundary during the World T20 cricket tournament match between India and Bangladesh at The Chinnaswamy Stadium in Bangalore on March 23, 2016. / AFP / MANJUNATH KIRAN        (Photo credit should read MANJUNATH KIRAN/AFP/Getty Images) স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের অন্যতম সেরা ক্লাসিক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়ে হার্দিক পান্ডে বলেছেন, ‘যখন সে দুটি চার মেরে উল্লাস করছিল, আমি বলেছিলাম ম্যাচ এখনো শেষ হয়নি। শেষ পর্যন্ত মাখিয়ে ফেলতে পারো!’

পান্ডে মূলত বেঙ্গালুরুতে সেই এক রানের জয় নিয়ে মন্তব্য করতে যেয়ে মুশফিককে খোঁচা মেরেছেন। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১১। শেষ ওভার করতে আসা পান্ডের প্রথম বলে রিয়াদ সিঙ্গেল নেন। মুশফিক পরপর দুটি চার মেরে খেলা জমিয়ে দেন। কিন্তু পরের বলে বড় শট খেলতে যেয়ে ধরা পড়েন। রিয়াদও একইভাবে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত এক রান নিয়ে ড্র করতেও ব্যর্থ হন মুস্তাফিজ-শুভাগত হোম।

শেষ বলে এক রান ঠেকাতে ধোনির সঙ্গে দীর্ঘ পরিকল্পনা করেন পান্ডে। দুজনে সিদ্ধান্ত নেন, আর যাই হোক ইয়র্কার দেয়া যাবে না।

‘জানতাম আমাকে ছয় মারার ক্ষমতা মুশফিকের নেই। বড় জোর চার মারতে পারে। যেটা মেরেছিল।’ স্পোর্টসখেদা নামক একটি ওয়েবসাইটের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হার্দিক পান্ডে।

‘জয়ের জন্য তখনো তাদের ২ রান দরকার ছিল। রহিম এবং রিয়াদ দুজনেই বড় শট খেলতে যেয়ে আউট হয়।’

‘ওখানেই বাংলাদেশি ক্রিকেটারদের অনভিজ্ঞতা ফুটে ওঠে। বিচারবুদ্ধিসম্পন্ন যে কোনো ক্রিকেটার এই ম্যাচ জিতে নিতে পারত। কিন্তু জয়ের মুখ থেকে তারা ছিটকে যায়।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া