adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বই পায়নি অনেক শিক্ষার্থী

image_74730_0ঢাকা: বছরের শুরুতেই বই বিতরণ অনুষ্ঠান উদযাপন করা হলেও বিনামূল্যের বই এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেনি। বিজ্ঞান শাখার বইয়ের মারাত্মক সঙ্কট রয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) ও শিক্ষক কমর্চারী সংগ্রামী ঐক্য পরিষদ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ শিক্ষক সমিতির (নজরুল) কেন্দ্রীয় সভাপতি ও শিক্ষক কমর্চারী সংগ্রামী পরিষদের প্রধান সমন্বয়কারী মো. নজরুল ইসলাম রনি এবং ভারপ্রাপ্ত মহাসচিব মো. রিয়াজ উদ্দিন এ অভিযোগ করেন। একই সঙ্গে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান তাদের চাহিদা মোতাবেক বই পায়নি তাদের হাতে অবিলম্বে বই পৌঁছে দেয়ার দাবি জানান তারা। সঙ্কট থাকলে প্রয়োজনে দ্রুত পুনর্মূদ্রণ করে হলেও বই সরবরাহ করার জন্য জোর দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘বই না পাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ার মারাত্মক ক্ষতি হচ্ছে। ১ জানুয়ারি বিনামূল্যের জাতীয় বই বিতরণ অনুষ্ঠান ঘটা করে পালন করা হলেও দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বিনা মূল্যের বই পায়নি। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা বইয়ের জন্য জেলা শিক্ষা অফিসে ধরণা দিলেও মিলছে না কাঙ্ক্ষিত বই। গোডাউনে বই নেই বলে সাফ জানিয়ে দেয়া হচ্ছে। বিশেষ করে বিজ্ঞান শাখার বই একেবারেই নেই। এদিকে বইয়ের জন্য প্রতিষ্ঠানের প্রধানদের ওপর চাপ সৃষ্টি করছে অভিভাবকরা। এজন্য শিক্ষক সমাজে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।’

বিবৃতিতে তারা আরো বলেন, ‘হাজার কোটি টাকার বই বিনামূল্যে বিতরণ করে সরকার যে সুনাম অর্জন করেছে, কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বই না পাওয়ায় সেই সূনাম ক্ষুণ্ণ হচ্ছে। বতর্মান সরকার বিজ্ঞান শিক্ষাকে অগ্রাধীকার দিলেও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখনো বিজ্ঞান বই তাদের হাতে পায়নি। এতে ছাত্র-শিক্ষক এবং সচেতন অভিভাবক মহলে ক্ষোভ ও অসন্তোষ ক্রমশ দানা বেঁধে উঠছে। ঢাকা সদরঘাটের পোগোজ স্কুল, মিরপুরের জান্নান একাডেমি হাই স্কুল, কালশি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়সহ দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনো তাদের চাহিদা মোতাবেক বই পায়নি। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতন অভিভাবক মহলের বইয়ের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানা যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া