adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তথ্যমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানাল বিএনপি

inu_rizvi1456488158 (1)নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
 
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রীকে ইঙ্গিত করে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘যারা ওই সময়ে দেশকে অস্থিতিশীল করেছে, তারা এখন ক্ষমতার লোভে বড় বড় কথা বলছেন।’
 
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, ‘এক-এগারোর কুশীলবদের বিচারে কমিশন গঠনের যে দাবি বিভিন্ন মহল থেকে উঠেছে, সরকার তা ভেবে দেখবে।’
 
কমিশন গঠন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭৫ থেকে ৮২- জেনারেল জিয়াউর রহমানের ক্যান্টনমেন্টে কসাইখানা বানানোর ঘটনা, এখানেও কমিশনের ব্যাপার আছে।…কমিশন করলে একটি কমিশন হতে পারে, সেটা সরকার বিবেচনা করবে।’
 
এর ব্যাখায় তিনি বলেন, ‘১৯৭৫ থেকে বিভিন্ন সামরিক শাসনকালে যে বিভিন্ন দুষ্কর্ম, মানবাধিকারের লঙ্ঘন, অত্যাচার-নির্যাতন, দুর্বৃত্তির ঘটনা ঘটছে, তা নিয়ে সামগ্রিক বিবেচনায় শ্বেতপত্র প্রকাশের দাবি রাখে।’
 
তথ্যমন্ত্রীর ওই বক্তব্যের বিরোধিতা এবং তাকে ইঙ্গিত করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘প্রশ্ন হচ্ছে, ওই সময়ে কারা ক্যান্টনমেন্টে বদ্ধভূমি করেছিলেন? কারা সৈনিক সংস্থার নামে লিফলেট ছড়িয়েছেন? একটি সুশৃঙ্খল বাহিনীকে (সেনাবাহিনী) কারা পলিটিসাইজ (রাজনৈতিকীকরণ) করার চেষ্টা করেছিলেন? কারা সেদিন সংঘাত ছড়িয়ে দিয়েছিলেন, চেষ্টা করেছিলেন জিয়াউর রহমানকে শহীদ মিনারে বক্তব্য দেওয়ার? এটি জাতি কি ভুলে গেছে?’
 
তিনি বলেন, ‘কারা সেদিন ভারতীয় হাইকমিশনে আক্রমণ করতে গিয়েছিলেন? উদ্দেশ্য ছিল- হাইকমিশনে আক্রমণ করলে এ দেশের ওপর একটি আগ্রাসন হবে এবং জিয়াউর রহমান সেখানে একটি প্রতিকূল অবস্থার মধ্যে পড়বেন।’
 
জাসদের তৎকালীন কর্মকা- ছিল বর্তমান জঙ্গিবাদের অনুরূপ মডেল, এ মন্তব্য করে রিজভী বলেন, ‘আজকে যে জঙ্গিবাদের কথা শুনি, দেশ-বিদেশে রক্তাক্ত ঘটনা দেখছি; এর অনুরূপ মডেল আমরা দেখেছি ইনুদের কর্মকা-ে। সেটা এ দেশের মানুষ ভুলে যায়নি। তারা দেশকে বদ্ধভূমি বানিয়েছিল। আজকে ক্ষমতার লোভে বড় বড় কথা বলছে।’
 
বিএনপির এই নেতা বলেন, ‘এ দেশের মানুষ যেদিন কমিশন বানাবে, সেদিন প্রকৃত অপরাধী কারা, তাদের বেছে বেছে কাঠগড়ায় দাঁড় করাবে এবং বিচার করবে।’
 
বিএনপি সবসময় এক-এগারোর সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিল, এ দবি করে রিজভী বলেন, ‘এটি শুধু অগণতান্ত্রিকই নয়, একটি অসাংবিধানিক সরকার ছিল। রাজনীতিবিদদের ওপর নিপীড়ন-নির্যাতন ধেয়ে এসেছে। খালেদা জিয়াকে কারান্তরীণ করা হয়েছিল। অনেক জ্যেষ্ঠ নেতাকে কারাগারে নেওয়া হয়েছিল। শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে।’
 
তিনি বলেন, ‘আজকে যারা ক্ষমতায় আছেন, ওই সরকার নাকি তাদের আন্দোলনের ফসল। তারা যত অপকর্ম করেছে এই সরকার সবগুলো বৈধ করে দেবেন। তারপর এখন শুনতে পাচ্ছি, এক-এগারোর কুশীলবদের বিচার করা হবে। কোথায় মধুচন্দ্রমার ঘাটতি হলো, হানিমুন কোথায় গিয়ে ব্রেক হয়েছে, জানি না। কারণ, এক-এগারোর প্রধান কুশীলব মঈন ইউ আহমেদকে তো আওয়ামী লীগের অনেক নেতা আব্রাহাম লিংকনের সঙ্গে তুলনা করেছেন।’
 
সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহিন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া