adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘এর পর সাংবাদিকরা ভুল স্বীকারও করতে চাইবে না’

1456164374ডেস্ক রিপোর্ট : 'বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের আত্মসম্মান থাকলে ডিজিএফআইএর দেয়া খবর প্রচারের জন্য তিনি পদত্যাগ করতেন' – প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের জবাবে মি. আনাম বলছেন, তাকে 'আইসোলেট' করার জন্যই এসব বলা হচ্ছে, এসব খবর অন্যরাও ছেপেছিল।
আজ ঢাকায় এক অনুষ্ঠানে রধানমন্ত্রী শেখ হাসিনা মি. আনামের তীব্র সমালোচনা করে বলেন, 'বিগত সেনা-সমর্থিত তত্বাবধায়ক সরকারের সময় সেনা গোয়েন্দা বিভাগের দেয়া খবর যাচাই না করে প্রকাশ করে তিনি ভুল করেছেন – এমন স্বীকারোক্তির পর আত্মমর্যাদা থাকলে মি. আনাম পদত্যাগ করতেন।
এর প্রতিক্রিয়ায় বিবিসি বাংলাকে মাহফুজ আনাম বলেন, তাকে বিচ্ছ্ন্নি করার জন্যই এসব কথা বলা হচ্ছে। কারণ সে সময় ওই খবরগুলো অনেক সংবাদমাধ্যমই প্রকাশ করেছিল।
বিবিসি বাংলার মিজানুর রহমান খানকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, এর মাধ্যমে সৎ সাংবাদিকতার ওপর একটা বিরাট অন্যায় অভিযোগ আনা হচ্ছে ।
"আমি মনে করেছিলাম যে স্বত:প্রণোদিতভাবে জনসমক্ষে ভুল স্বীকার করে আমি একটা দৃষ্টান্ত স্থাপন করছি। কিন্তু এর প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে যেন ভুল স্বীকার করাটাও আমার একটা ভুল হয়েছে।"
তিনি বলেন, "এর যে ফল হবে তা হলো সাংবাদিকরা নিজের ভুল স্বীকার করার কোন রকম উৎসাহ আর পাবেন না – এই অবস্থা দেখলে।"
মাহফুজ আনাম বলেন, ডিজিএফআইয়ের দেয়া এসব খবর বাংলাদেশের অনেক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, টিভিতে এসব রেকর্ডিং বাজিয়ে শোনানো হয়েছে। তার পরও এমন ধারণা তৈরি হচ্ছে যেন ডেইলি স্টার এককভাবেই এগুলো ছেপেছে।
'আত্মসম্মান থাকলে তিনি পদত্যাগ করতেন' প্রধানমন্ত্রীর এ বক্তব্যের জবাবে মি. আনাম বলেন, "আমি মনে করি এটা আমাকে আইসোলেট করে বলা হচ্ছে। ব্যাপারটা আরো ব্যাপক।"
"ওই খবরগুলো স্বাধীনভাবে যাচাই না করে ছাপানোর ফলে আমি যথাযথ সম্পাদকীয় বিবেচনাবোধের পরিচয় দিতে পারি নি – আমার এই আত্ম-উপলব্ধিমূলক মন্তব্য থেকে সাংবাদিকতার একটা বিরাট দুর্বল জায়গা উন্মোচিত হয়েছে। আমরা যে সেনা গোয়েন্দা সংস্থার চাপে থাকি – সেটা বেরিয়ে এসেছে। ভবিষ্যতে যেন পরিস্থিতি এদিকে না যায় – আলোচনাটা সেদিকে গেলে দেশের সাংবাদিকতার জন্য লাভ হবে।"
"এখনো তো আমরা র‍্যাবের ক্রসফায়ারে মৃত্যুর খবর ওরা যেভাবে দেয় – সেভাবেই ছেপে যাচ্ছি। এটা তো একটা বিরাট ইস্যু – যা গভীরভাবে দেখা দরকার।"
প্রধানমন্ত্রী হাসিনা আজ আরো বলেন, 'ডিজিএফআইয়ের দেয়া তথ্য তারা যেভাবে দিয়েছে সেভাবেই ডেইলি স্টার ছেপে দিয়েছে' এমন কথা 'পাগলেও বিশ্বাস করবে না'।
এর প্রতিক্রিয়া জানিয়ে মাহফুজ আনাম বলেন, তিনি যে ইঙ্গিত করছেন তা খুবই দুর্ভাগ্যজনক। ডেইলি স্টার এমন কিছু করে নি – বলেন তিনি।
মাহফুজ আনাম বলেন, মাত্র তিনটি রিপোর্ট নিয়ে কথা হচ্ছে। অথচ তত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল দু বছর, সেসময় ডেইলি স্টার প্রায় দুশো সম্পদকীয় লিখে নির্বাচন এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছে। সুত্র : বিবিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া