adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ২০-৩০ রান কম হয়েছিল-নেপালের অধিনায়ক রাজু রিজল

222953.1জহির ভূইয়া ঃ ২১২ রানের টার্গেট দিয়ে বাংলাদেশ অনু-১৯ ক্রিকেট দলের ৯৮ রানে ৪ উইকেট ফেলে দিয়ে অনেকটাই ম্যাচ নিয়ন্ত্রনে নিয়ে ছিল প্রতিপক্ষ নেপাল। ২০১৬ অনু-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে একমাত্র ভারতের বিপক্ষেই হেওে যাওয়া নেপাল নিয়ে তাই সকলের মনেই আতঙ্ক ছিল। সেটা ম্যাচে তাদের ব্যাটিং-বোলিং আর ফিল্ডিং দিয়ে পরিস্কার করেছে নেপাল। কিন্তু বাংলাদেশের ছোটদের সামনে খুব বেশি সময় কোমড় সোজা করে থাকতে পারেনি নেপাল। একাধিক মিস এবং বাজে ফিল্ডিং ছিল ম্যাচে হারের টার্নিং পয়েন্ট। এমন মন্তব্যই করলেন নেপালে অধিনায়ক রাজু রিজল।
৬ উইকেটে হারে সেমি খেলার সুযোগ হাতছাড়া করার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রাজু রিজল সাংবাদিকদের স্ট্যাম্পিং মিস করাকেই হারের মুল কারন বলে ব্যাখা দিলেন। তিনি বলেন,“স্ট্যাম্পিং মিস এটা বড় ভুল ছিল। বলটি যে আসছিল, আমি বুঝতে পারি। আমি সতর্ক ছিলাম না। এটা ছিল অনেক বড় ক্ষতি।”
পরে দলের অর্জন সম্পর্কে বলেন,“সহযোগি দেশ হিসেবে আমরা ভালো করেছি। টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেছি। তবে এই ম্যাচটি ছিল হতাশার। আমরা বাজে ফিল্ডিং করেছি। আমি মনে করি, ম্যাচে আমরা ২০ থেকে ৩০ রান কম করেছি।”

হারের পর দলের প্রতিক্রিয়া জানতে গিয়ে বলেন,“আমরা ততটা হতাশ হয়নি। কারণ আমরা ভালো পর্যায়ে ছিলাম।” নেপাল দলের অধিনায়কের বয়স বেশি বলে মিডিয়াতে প্রচার হয়েছে। প্রসঙ্গটি উত্থাপন করা হলে রাজু-র জবাবের বদলে ম্যানেজার সন্দ্বীপ শর্মা বলেন,“ আইসিসিকে আমরা সব ধরনের বৈধ ডকুমেন্ট দিয়েছি। তারা সময় নিয়েছিল। এই গুজব কোনো প্রভাব ফেলেনি। আইসিসি জানিয়েছে, রাজুর বয়স নিয়ে বিতর্ক নেই। সে সব ম্যাচ খেলতে পারবে।”

পরে রাজু নিজেই মুখ খুললেন। বলেন,“বয়স প্রসঙ্গটি কিছুটা মনে হয়েছিল। ড্রেসিংরুমে আমি এটা ভুলে গিয়েছিলাম। মাঠে গিয়ে আমি স্বাভাবিক খেলাটা খেলেছি। আমরা মাপা বোলিং করেছি। ফিল্ডিংও আমাদের ভালো হয়েছে। আমরা চেয়েছিলাম জিততে। কিন্তু আমাদের ২০-৩০ রান কম হয়েছিল। কয়েকটি ওভারে আমরা ১০-১২ রান করে দিয়েছে নেপাল। আমাদের ফিল্ডারদের ওপর তারা (বাংলাদেশ) চাপ তৈরি করেছিল। এক-দুই রান করে নেওয়ায় ম্যাচ আমাদের হাতছাড়া হয়ে যায়।”

নেপাল ক্রিকেটের ভবিষ্যত সম্পর্কে সন্দ্বীপ শর্মা বলেন,“এই অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু পেয়েছি। ভালো মানের দলের বিপক্ষে খেলেছি আমরা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেট বেশি খেলছি। অনেক লেক খেলা দেখছে। নেপালের ক্রিকেট পরবর্তী পর্যায়ে পৌঁছাবে। দলের সবাই টেলেন্ট। আশা করি, অধিনায়ক ও খেলোয়াড়রা সবাই সিনিয়র লেভেলে খেলবে। সব সুবিধা পাচ্ছে নেপাল। তবে তা যথেষ্ট নয়, যা পাচ্ছে তাতেই চলছে। আরও সুবিধা পেলে, আমরা আরও এগিয়ে যেতে পারব।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া