adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ গবেষণা সেল

image_73425_0রাবি: মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও বেশি তথ্য জানার সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ গবেষণা সেল প্রতিষ্ঠার প্রস্তাব পাশ করেছে রাবি প্রশাসন। আগামী দুই মাসের মধ্যেই এই সেল চালু করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।  

রাবি উপাচার্য মুহাম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে ৪৪৯তম সিন্ডিকেট সভার ফিনান্সিয়াল কাউন্সিলে এ প্রস্তাব পাশ করা হয়।

এর আগে রাবির কেন্দ্রীয় গ্রন্থাগার প্রশাসক সফিকুন্নবী সামাদী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মুক্তিযুদ্ধ গবেষণা সেল তৈরির জন্য একটি প্রস্তাবানা পেশ করেন।

সফিকুন্নবী সামাদী জানান, ১৯৪৭ সালে দেশ ভাগের পরই মূলত শুরু হয় বাঙালির স্বাধীনতা সংগ্রাম। এরপর মহান ভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচনে বাঙালির বিজয়, বাষট্টি-চৌষট্টির ছাত্র আন্দোলন, ছিয়াষট্টির ছয় দফা, উনসত্তরের গণঅভ্যত্থান ও ৭১ এর মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গৌরবময় ইতিহাস সম্পর্কে দেশের কোথাও সমৃদ্ধ কোনো গবেষণা সেল নেই। এই অভাববোধ থেকেই এ সেল গঠনের প্রস্তাব তৈরি করা হয়।

তিনি আরও জানান, এ গবেষণা সেলে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রস্তুক, পত্র-পত্রিকা, স্মরণিকা এবং অডিও ভিজুয়্যাল সামগ্রীসহ (তথ্যচিত্র, প্রামাণ্যচিত্র ও সংগীত) বিভিন্ন বিষয় থাকবে। আগামীতে এখানে আরও যোগ হবে পিডিএফ আকারে বিভিন্ন পত্র-পত্রিকা। আর এতে করে মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণার জন্য একজন গবেষক এক ছাদের নিচে পাবেন তার প্রয়োজনীয় অনেক উপাদান।

বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সূত্রে জানা যায়, রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন পাঠসামগ্রী রয়েছে। কিন্তু সেগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকায় তা গবেষকদের জন্য তেমন কোনো কাজে আসছে না। অথচ এগুলো গুছিয়ে রাখলে তা সহজেই অনেক বেশি উপকারে আসবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো পাঠ্যবই বা তথ্য থাকলে তাও সংগ্রহ করবে গ্রন্থাগার। এ গবেষণা সেল তৈরি হলে একটি কক্ষে এসব সংরক্ষণের পাশাপশি দেশ-বিদেশ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক আরও বিভিন্ন উপাদান সংগ্রহের উদ্যোগ নেয়া হবে।

সাধারণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রবেশের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও তারা এ তথ্য সেলে প্রবেশ করেত পারবেন না। সেখানে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রবেশ করার অনুমতি দেয়া হবে। তবে অর্থনৈতিক বিভিন্ন বিষয় সমাধান হওয়ার পরেই এ সেল চালু করা হবে। আগামী মার্চ মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে একটি সতন্ত্র গবেষণা সেল তৈরি সম্ভব হবে।

সফিকুন্নবী সামাদী বলেন, ‘বাঙালির মুক্তি সংগ্রামের বিভিন্ন অধ্যায় নিয়ে গবেষকরা নানা ধরণের গবেষণা করছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ও এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। এমফিল ও পিএইচএসডি পর্যায়ে এমনকি এমএ শ্রেণীতেও বাংলাদের মুক্তিযুদ্ধ নিয়ে বিস্তর প্রাতিষ্ঠানিক গবেষণা হচ্ছে। তবে এবার আমরাই প্রথম বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক পূর্ণাঙ্গ গবেষণা সেল তৈরি করতে যাচ্ছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন জানান, অনেক দেরিতে হলেও স্বাধীনতা যুদ্ধের ৪৩ বছর পর রাবি এমন একটি গবেষণা সেল তৈরি করতে যাচ্ছে যা প্রশংসা পাওয়ার যোগ্য।

এতে করে তরুণ প্রজন্ম মুক্তিযদ্ধ সম্পর্কে আরও বেশি তথ্য জানার সুযোগ পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া