adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ধারাভাষ্যের উন্নতির দিকে কারও নজর নেই

kumar kalyan pixকুমার কল্যাণ : আমাদের দেশে হাতেগোনা মাত্র কয়েকজন ধারাভাষ্যকার আছেন। তার সংখ্যা ৩৫ জনের মতো। যারা বিভিন্ন বেতার ও টেলিভিশনে ধারাভাষ্যের কাজটা করেন সবসময়। তবে অবাক করার বিষয় হল- ধারাভাষ্যকারের সংখ্যাটা কম হলেও ধারাভাষ্যকার সমিতি বা অ্যাসোসিয়েশনের সংখ্যাটা অনেক। যেমন- বাংলাদেশ ক্রীড়া ধারাভাষ্যকার সমিতি, কমেন্টেটরস ফোরাম ও বঙ্গবন্ধু ধারাভাষ্যকার পরিষদ। সামনে আরও অনেক কিছুই দেখতে হবে। ধারাভাষ্যের উন্নতির দিকে কারো কোনো নজর নেই। আছে শুধু সুযোগ-সুবিধা ভোগের। বিদেশে যাওয়ার জন্য কেউ ছুটছেন বেতার কর্মকর্তাদের, মন্ত্রীদের অফিসে অফিসে, বাসায় বাসায়। একটাই চাওয়া, যেভাবেই হোক ধারাভাষ্য দিতেই হবে বিদেশ থেকে এবং পকেট ভরবে লাখ লাখ টাকায়। এতে যদি নিজের মানসম্মানও ধূলায় মিশে যায় তাতে কিছুই আসে-যায় না তাদের। অবাক লাগে, তাহলে লেখাপড়া শিখে তাদের অর্জনটা কী? খুবই দুঃখজনক বিষয়টা।
লেখক : জাতীয় ধারাভাষ্যকার-
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া