adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবাহনীর সেই শ্রীলঙ্কান পাকির আলী এবার আসছেন পুলিশের কোচ হয়ে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ঘরোয়া ফুটবলের যখন স্বর্ণযুগ অর্থাৎ আশির দশকে যারা ফুটবল খেলা দেখেছেন তারা নিশ্চয়ই শ্রীলঙ্কার খেলোয়াড় পাকির আলীকে ভুলেননি। আবাহনীর জার্সি গায়ে চেপে বহু বছর কৃতিত্বের সঙ্গে খেলেছেন রক্ষণভাগে। বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নেয়া সেই পাকির আলী আবার ফিরছেন বাংলাদেশে। তবে এবার আসছেন বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব দলের কোচের দায়িত্ব নিতে।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের সভাপতি মারুফ হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে পুলিশের ডাগআউটে দেখা যাবে তাকে।

পুলিশ ফুটবল ক্লাব সূত্র জানায়, আমন্ত্রণ পাওয়ার পর পাকির আলি বলেন, আলহামদুলিল্লাহ, আবারও আমার সেকেন্ড হোমে আসার সুযোগ হচ্ছে। ১৯৮১ থেকে ১৯৯১ পর্যন্ত আবাহনীর স্টপার-ব্যাক হিসেবে খেলেছেন পাকির আলি। এদেশে খেলতে এসে পেয়ে গেছেন ব্যাপক তারকাখ্যাতি ও ভালোবাসা। খেলা ছাড়ার পরও পাকিরের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি।
দীর্ঘ বিরতি শেষে তাকে কোচ হিসেবে ২০১১ সালে উড়িয়ে এনেছিল শেখ জামাল। সেবার দলটিকে তিনি দেন লিগ শিরোপার স্বাদ। এরপর বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হিসেবে।

পাকির আলি বলেন, ফুটবল ক্যারিয়ারের একটা স্বর্ণসময় আমি বাংলাদেশে কাটিয়েছি। এশিয়ার সেরা খেলোয়াড়দের পক্ষে-বিপক্ষে খেলেছি। তাই সব সময়ই চিন্তা থাকে বাংলাদেশের ফুটবল উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করার।
পুলিশ দলের প্রতি কৃতজ্ঞতা জানাই আরেকবার বাংলাদেশে কাজ করার সুযোগ দেওয়ায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া