adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সমারসেটের জয়, ঝড়ো সেঞ্চুরিতে ৫ হাজারে বাবর আজম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ক্রিকেটার বাবার আজম ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে এবার খুব একটা ছন্দে ছিলেন না। তবে কাউন্টিতে দুর্দান্ত সেঞ্চুরিতে সেই রান খরা কাটালেন এই ব্যাটসম্যান। সমারসেটের হয়ে ম্যাচ জেতানো সেঞ্চুরির পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ হাজার রানও স্পর্শ করলেন স্টাইলিশ এই ব্যাটসম্যান। ২০ ওভারের ক্রিকেটে এই মাইলফলকে তিনি তৃতীয় দ্রুততম।

কার্ডিফে বুধবার গ্ল্যামরগনের বিপক্ষে ৯ চার ও ৫ ছক্কায় ৬২ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেন বাবর। সমারসেট ম্যাচ জিতে নেয় ৬৬ রানে। টি-টোয়েন্টিতে বাবরের এটি চতুর্থ সেঞ্চুরি। সমারসেটের হয়েই করলেন দুটি। এই টুর্নামেন্টের গত আসরে ৫৭৮ রান করে তিনিই ছিলেন সর্বোচ্চ রান স্কোরার। কিন্তু এবার এই সেঞ্চুরির আগের ম্যাচগুলোয় তার রান ছিল ৪২, ৬, ০ ও ১০।

সোফিয়া গার্ডেনে বুধবার সেঞ্চুরির পথে শুরুর দিকেই বাবর পা রাখেন ৫ হাজারে। ১৪৫ ইনিংস খেলে ছুঁলেন তিনি এই মাইলফলক। তার চেয়ে কম ইনিংসে এই উচ্চতায় উঠেছেন কেবল আর দুজন। ১৪৪ ইনিংস খেলে ৫ হাজার ছুঁয়েছিলেন অস্ট্রেলিয়ার শন মার্শ। ১৩২ ইনিংসে মাইলফলক ছুঁয়ে রেকর্ডে সবার ওপরে টি-টোয়েন্টির সম্রাট ক্রিস গেইল। বাবর এই রেকর্ডে তিন থেকে চারে ঠেলেছেন অ্যারন ফিঞ্চকে। ১৫৯ ইনিংস লেগেছিল এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের। – ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া