adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের এমক্যাশের মাধ্যমে গার্মেন্টস কর্মীদের বেতন-ভাতা প্রদান

ডেস্ক রিপাের্ট : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মোবাইল ব্যাংকিং “এমক্যাশ” এর মাধ্যমে এপ্রিল ২০২০ থেকে আগস্ট ২০২০ পর্যন্ত পোশাকখাতসহ রপ্তানিখাতের শ্রমিকদের জন্য সরকার ঘোষিত প্রণোদনা থেকে ২৮৯ কোটি টাকা প্রদান করা হয়েছে। শতাধিক গার্মেন্টস কারখানা তাদের শ্রমিকদের বেতন পরিশোধের জন্য এমক্যাশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে বেছে নিয়েছে। দেশব্যাপী ইসলামী ব্যাংকের ৩৫৭টি শাখা, ১০২টি উপশাখা, ১৩৮১টি এজেন্ট আউটলেট এবং ৬৬০টি এটিএম/সিআরএম মেশিনের পাশাপাশি এমক্যাশ ও গ্রামীনফোন-মোবিক্যাশের এজেন্ট পয়েন্ট থেকেও এ টাকা গ্রাহকরা উত্তোলন করতে পারছেন।

গ্রাহকদের আধুনিক ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সাথে পরিচিত করতে এমক্যাশের মাধ্যমে প্রদানকৃত বেতনের টাকা এটিএম হতে উত্তোলনের চার্জ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। ফলে গার্মেন্টস শ্রমিকরা সামাজিক দূরত্ব বজায় রেখে ছুটির দিনসহ যে কোন সময় নিরাপদে এটিএম হতে বিনা খরচে বেতনের টাকা উত্তোলন করতে পারছেন। ইসলামী ব্যাংক এমক্যাশ ২০১২ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত পেমেন্ট গেটওয়ে হিসেবে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে।

প্রচলিত পদ্ধতিতে নগদ টাকায় গার্মেন্টস কর্মীদের বেতন প্রদান অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এতে যেমন শ্রমিকদের কর্মঘণ্টা অপচয় হয়, তেমনি উৎপাদনও ব্যাহত হয়। পক্ষান্তরে এমক্যাশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে সহজে ও কম খরচে বেতন পরিশোধ করা যায়। প্রতিটি লেনদেনের রেকর্ড থাকায় সচ্ছতার পাশাপাশি নিরাপত্তাও নিশ্চিত হয়। এছাড়া এমক্যাশের ডিজিটাল স্যালারি পেমেন্ট সার্ভিস ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভূক্তির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া