adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিপিএলে হারের পর হার সেন্ট কিটসের

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। শনিবার নিজেদের ষষ্ঠ ম্যাচে জ্যামাইকা তালাওয়াসের মুখোমুখি হয়েছিল দলটি। গ্লেন ফিলিপসের দারুণ ব্যাটিংয়ে ৩৭ রানে জয় পেয়েছে জ্যামাইকা।

তৃতীয় জয়ে দলটি ওঠে গেছে টেবিলের তৃতীয় স্থানে। আর ছয় ম্যাচের মধ্যে পঞ্চম হারে তলানিতে অবস্থান সেন্ট কিটসের।
পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৭ রান করেছিল জ্যামাইকা। ওপেনার ফিলিপস ৬১ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। ২টি চারের সঙ্গে মেরেছেন ৬টি ছক্কা। সেন্ট কিটসের পক্ষে রায়াদ এমরিত নেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে ২ বল বাকি থাকতেই ১১০ রানে গুটিয়ে যায় সেন্ট কিটসের ইনিংস। সর্বোচ্চ ২১ রান করে আসে কিয়েরন পাওয়েল ও এভিন লুইসের ব্যাট থেকে।
জ্যামাইকার পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন কার্লোস ব্র্যাথওয়েট। ২টি করে উইকেট নিয়েছেন ফিদেল এডওয়ার্ড, ভেরাসামি পারমল ও সন্দিপ লামিচানে। দারুণ ইনিংসে ম্যাচসেরা হয়েছেন গ্লেন ফিলিপস।

দিনের প্রথম ম্যাচে কিয়েরন পোলার্ড ঝড়ে বর্তমান চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টসকে ২ উইকেটে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। – ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া