adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনাভাইরাসে বিশ্ব রেকর্ড ভারতের

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সর্বোচ্চ সংক্রমণে নিজেদের একদিন আগের রেকর্ড ভেঙে ফের বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। শুধু তাই নয়, এক সপ্তাহের টানা সর্বোচ্চ সংক্রমণেও বিশ্ব রেকর্ড গড়েছে দেশটি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, শনিবার ভারতে আরও ৭৮ হাজার ৯০৩ জনের করোনা শনাক্ত হয়েছে যা নতুন বিশ্ব রেকর্ড।

দ্য হিন্দুর তথ্য অনুযায়ী, এর আগে বৃহস্পতিবার ৭৭ হাজার ২৬৬ শনাক্ত নিয়ে দৈনিক সর্বোচ্চ সংক্রমণে বিশ্ব রেকর্ড গড়ে ভারত।

গত ২১ মার্চ ৭৭ হাজার ২৫৫ সংক্রমণ নিয়ে এই রেকর্ডের মালিক ছিল যুক্তরাষ্ট্র। ব্রাজিলে একদিনে সর্বোচ্চ ৬৯ হাজার ৭৪ জন আক্রান্তের রেকর্ড আছে।

টাইমস অব ইন্ডিয়া আরও জানায়, দৈনিক ৭০ হাজার ৮৬৭ শনাক্ত নিয়ে ভারতে গত এক সপ্তাহে মোট ৪ লাখ ৯৬ হাজার ৭০ জন করোনা সংক্রমিত হয়েছে যা বিশ্ব রেকর্ড। গত জুলাইয়ের শেষভাগে যুক্তরাষ্ট্র এই রেকর্ডের মালিক হয়েছিল।

ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৬৩ হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৩৫ লাখ ৩৯ হাজার ৭১২ জনে।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৪৬ হাজার ৭৭২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭৫ লাখের বেশি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া