adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রদীপ, লিয়াকত ও নন্দদুলাল আরও ৩ দিনের রিমান্ডে

ডেস্ক রিপাের্ট : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামি টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাবেক পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিতের তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার কক্সবাজার জ্যৈষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এর বিচারক তামান্না ফারাহ এ আদেশ দেন।

সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের করা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের চার দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে আসামিদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালতের হাজির করার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য আসামিদের নেওয়া হয়েছিল কক্সবাজার জেলা সদর হাসপাতালে।

সেখানকার আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী বলেন, ‘আসামিদের যথানিয়মে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পরে হাসপাতাল থেকে তাদের আদালতে নিয়ে যাওয়া হয়।’

এর আগে, আসামিরা র‌্যাব হেফাজতে ছিলেন।

আজ আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন করেন। শুনানি শেষে সে আবেদন নামঞ্জুর করেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা বলেন, ‘আমাদের মক্কেল শারীরিকভাবে অসুস্থ। তাই জামিন আবেদন করেছিলাম। আদালত তা নামঞ্জুর করেছেন।’

সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম বলেন, ‘আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে আদালত আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া