adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছন্দে অ্যান্ডারসন, বৃষ্টি বিঘ্নিত দিনে চাপে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে সাদামাটা বল করে হতাশায় ভেঙ্গে পড়েছিলেন জেমস অ্যান্ডারসন। তার অবসরের গুঞ্জনও চড়াও হয়েছিল। দ্বিতীয় টেস্টে নেমেই চেনা ছন্দের দেখে পেলেন তিনি। তার সঙ্গে মিলে ক্রিস ওকস, স্যাম কারান, স্টুয়ার্ট ব্রডরা রাখলেন অবদান। পেসারদের সহায়ক পরিস্থিতিতে ব্যাটিংয়ে গিয়ে বৃষ্টি বাধায় খেলা থামার আগে চাপে পড়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার সাউদাম্পটনের এইজেস বৌলে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৪৫.৪ ওভার। তাতে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান করেছে সফরকারীরা। ৪ রান নিয়ে খেলা কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে বেকায়দায় থাকা পরিস্থিতি সামলাচ্ছেন বাবর আজম। পাকিস্তানের আশা হয়ে বাবর টিকে আছেন ২৫ রান করে।

সকালে টসে জিতে ব্যাট করতে গিয়েছিল পাকিস্তানই। বল হাতে নিয়েই দিনের তৃতীয় ওভারেই সাফল্যের দেখা পায় ইংল্যান্ড। আগের টেস্টে নিষ্প্রভ অ্যান্ডারসন দারুণ ভেতরে ঢোকানো এক বলে কাবু করেন বাঁহাতি শান মাসুদকে। তার বলে লাইন মিস করে এলবিডব্লিও হয়ে বিদায় নেন আগের টেস্টে সেঞ্চুরিয়ান।

পরিস্থিতি সামলাতে বেশ খানিকক্ষণ টিকে ছিলেন অধিনায়ক আজহার আলি। ক্রিজ আগলে রেখে তার ৮৫ বলে ২০ রানের ইনিংসও কাটা পড়েছে অ্যান্ডারসনের মুন্সিয়ানায়। অ্যান্ডারসনের বলে আজহারের এজ হওয়া বল স্লিপে লুফেছেন রোরি বার্নস।

আরেক ওপেনার আবিদ আলি টিকে গিয়ে তুলে নিয়েছিলেন ফিফটি। তাকে ফিরিয়েছেন বাঁহাতি পেসার স্যাম কারান। আসাদ শফিককে স্লিপে ডম সিবলির ক্যাচ বানান ব্রড। ১০ বছর পর টেস্টে ফেরা ফাওয়াদ আলমকে রিভিউ নিয়ে এলবিডব্লিউতে ফেরত পাঠান ওকস।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৪৫.৪ ওভারে ১২৬/৫ (মাসুদ ১, আবিদ ৬০, আজহার ২০, বাবর ২৫*, শফিক ৫, ফাওয়াদ ০, রিজওয়ান ৪*; অ্যান্ডারসন ২/৩৫, ব্রড ১/৩১, কারান ১/২৩, ওকস ১/২৬-১)

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া