adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাফুফে সহসভাপতি বাদল রায় করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে’র সহসভাপতি ও সাবেক তারকা ফুটবলার বাদল রায়।

বাদল রায় নিজেই করোনায় আক্রান্তের খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানান, বুধবার করোনার উপসর্গ নিয়ে রাজধানীর আজগর আলি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরীক্ষা করানোর পর কভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাদল রায় জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

“আমি এখন ভালো আছি। শুধু সামান্য গলা ব্যথা আছে। এ ছাড়া আর কোনো উপসর্গ নেই। ডাক্তার আমাকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। এ জন্য বাড়ি চলে এসেছি। সব রকম নিয়ম মেনে চলছি। আমার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।”

এর আগে ২০১৭ সালে মস্তিষ্কে রক্ষণজনিত কারণে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছিল বাদল রায়কে।

সাবেক এই ফুটবলার বাফুফের সহসভাপতি হিসেবে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে জাতীয় দলের হয়ে ১৯৮১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত খেলেছেন। মোহামেডানের জার্সিতে লম্বা সময় মাঠ মাতিয়েছেন সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার। ঐতিহ্যবাহী ক্লাবটিতে খেলেছেন ১৯৭৭-১৯৮৯ সাল পর্যন্ত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া