adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পুলিশের দুই মামলায় সিফাতেরও জামিন

ডেস্ক রিপাের্ট : কক্সবাজারের টেকনাফ থানায় পুলিশের দায়ের করা দুই মামলায় শাহেদুল ইসলাম সিফাতকে জামিন দিয়েছেন আদালত।

আজ সোমবার সকাল সোয়া ১১টায় টেকনাফ উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এই আদেশ দেন।

সিফাতের পক্ষে নিযুক্ত আইনজীবী মোহাম্মদ মোস্তফা জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জামিন আবেদন মঞ্জুর করার পাশাপাশি দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের জন্য যে আবেদন করেছিলাম, আদালত সেটিও মঞ্জুর করেছেন। এ আদেশের প্রেক্ষিতে সিফাতের বিরুদ্ধে মাদক এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে যে দুটি মামলা দায়ের করেছিল পুলিশ, সে দুটি মামলা এখন পুলিশের পরিবর্তে তদন্ত করবে র‌্যাব।’

গত ১ আগস্ট বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিত সিফাতের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেন।

এর আগে, মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে গুলি করে হত্যার পর সন্ধ্যা সাড়ে ৯টা থেকে ১ আগস্ট বিকাল পর্যন্ত সিফাত পুলিশ হেফাজতে ছিল। পরে ওইদিন সন্ধ্যায় তাকে আদালতে নেওয়া হয়। তবে সেদিন ঈদুল আযহার কারণে আদালতে কোনো বিচারক উপস্থিত না থাকায় তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

এসআই নন্দদুলাল রক্ষিত বর্তমানে সিনহা হত্যা মামলার আসামি হয়ে জেলা কারাগারে আছেন। পাশাপাশি এই মামলা থানায় যিনি রুজু করার অনুমতি দিয়েছিলেন, সে পুলিশ কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশও সিনহা হত্যা মামলার অন্যতম আসামি হয়ে বর্তমানে কারাগারে বন্দি আছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া