adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিয়ালের বিপক্ষে লক্ষ্যে স্থির থাকার তাগিদ সিটির কোচ গুয়ার্দিওলার

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে লড়াইয়ের মোড় কত দ্রুত বদলে যায়, তা ভালো করেই জানা আছে পেপ গুয়ার্দিওলার। শেষ ষোলোর ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে তাই শিষ্যদের সতর্ক করে দিলেন ম্যানচেস্টার সিটি কোচ। তাগিদ দিলেন ম্যাচে মনোযোগ ধরে রাখার।

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুক্রবার রিয়ালের মুখোমুখি হবে সিটি। প্রথম লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-১ গোলে জিতে ভালোমতোই এগিয়ে আছে গুয়ার্দিওলার দল।

আগের দুই মৌসুমে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল সিটি। গতবার টটেনহ্যামের বিপক্ষে ফিরতি লেগে একটা সময় ৪-২ গোলের সুবিধাজনক অবস্থানে থেকেও শেষ পর্যন্ত অ্যাওয়ে গোলের ব্যবধানে কপাল পুড়েছিল দলটির। ফিরতি লেগে সিটি ৪-৩ এ জিতলে দুই লেগ মিলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪; শেষ চারে ওঠে টটেনহ্যাম।

২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের বিপক্ষে প্রথম লেগের প্রথমার্ধে ১৯ মিনিটের মধ্যে সিটি হজম করে তিন গোল, যে ধাক্কা তারা আর কাটিয়ে উঠতে পারেনি। দুই লেগেই হেরেছিল দলটি।- গোল ডটকম

সিটির কোচ হিসেবে গুয়ার্দিওলার প্রথম মৌসুমে দলটির চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা থেমে গিয়েছিল শেষ ষোলোয়। সেবার প্রথম লেগে ৫-৩ গোলে জয়ের পর মোনাকোর মাঠে ফিরতি লেগে তারা হেরেছিল ৩-১ ব্যবধানে।

প্রতিবারই ম্যাচের একটা সময়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল সিটি। রক্ষণের দুর্বলতা আর মনোযোগ হারানোর মাশুল দিতে হয়েছিল চরমভাবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সেটিই মনে করিয়ে দিলেন গুয়ার্দিওলা।

এই প্রতিযোগিতায় ভুল করলেই শাস্তি পেতে হয়। আমরা এটি জানি এবং গত বছরগুলিতে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। আমরা যদি দল হিসেবে এর শিরোপা জেতার কাছাকাছি যেতে চাই, তাহলে এই জায়গাগুলোয় আমাদের আরও উন্নতি করতে হবে।-বিডিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া