adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের পেস বোলারদের ভাগ্য বদলে দিতে পারেন গিবসন, বললেন কোর্টনি ওয়ালশ

স্পাের্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলারদের ভাগ্য বদলে দিতে পারবেন বর্তমান বোলিং কোচ ওটিস গিবসন। তিনি বলেন, আমি জানি বাংলাদেশের পেসারদের মধ্যে শেখার আগ্রহ আছে।

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পর ওয়ালশের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে চাকরী যায় প্রধান কোচ স্টিভ রোডসেরও। বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও বাংলাদেশের খোঁজ খবর রাখছেন ওয়ালশ।

তিনি বলেছেন, ওটিস খুব ভালো কোচ এবং সে যদি সেই সুযোগটা পায় তবে খেলোয়াড়দের উন্নতি করতে পারবে, তবে এক্ষেত্রে তার ওপর আস্থা রাখতে হবে। আমি যে ছেলেদের সঙ্গে কাজ করেছি তারা শেখার জন্য উন্মুখ। তারা সব কিছু মেনে নেয় এবং পরিবর্তনের চেষ্টা করে।

ওয়ালসের চলে যাওয়ার পর বাংলাদেশের পেস বোলিং কোচ হয়ে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্ল লেঙ্গেভেল্ট। গেল ডিসেম্বরে তিনি চার মাসের মাথায় দায়িত্ব ছেড়ে দেন টাইগারদের বোলিং কোচের। তিনি নিজ দেশ দক্ষিণ আফ্রিকার হয়ে কাজ করার সুযোগ পেয়ে বাংলাদেশ ছাড়েন। এরপর বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় গিবসনকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া