adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রেকর্ড সাতবার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি’ ট্রফি জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক :বার্সেলোনা লা লিগার শিরোপা হাতছাড়া করলেও লিওনেল মেসি ব্যক্তিগত রেকর্ড গড়া থেকে বিরত থাকেননি। সব মিলিয়ে রেকর্ড সপ্তমবারের আর টানা চতুর্থবারের মতো লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি’ ট্রফি জিতেছেন বার্সেলোনা অধিনায়ক।

লা লিগার ১০০ বছরের ইতিহাসে মেসিই একমাত্র ফুটবলার যিনি সাতবার সর্বোচ্চ গোলদাতার খেতাবটি জিতেছেন। এতোদিন কিংবদন্তী তেলমো জারার সঙ্গে রেকর্ড ভাগাভাগি করছিলেন মেসি। এবার মৌসুমে ২৫ গোল করেই সপ্তমবারের মতো হয়ে গেলেন লা লিগার সর্বোচ্চ গোলদাতা। – ঢাকাটাইমস

মেসি ছাড়াও গোল্ডেন বুট জয়ের দৌড়ে ছিলেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা। লিগের শেষদিন পর্যন্ত দুইজনের গোলব্যবধান ছিল দুই। তবে বার্সেলোনার শেষ ম্যাচে আলাভেসের বিপক্ষে জোড়া গোল করে এগিয়ে যান মেসি। অন্যদিকে রিয়ালের শেষ ম্যাচে লেগানেসের বিরুদ্ধে কোনো গোল পাননি বেনজেমা।

২০০৯-১০ মৌসুমে প্রথমবারের মতো লা লিগার শীর্ষ গোলদাতা হয়েছিল মেসি। এরপর জিতেছেন আরও ছয়বার। তবে কোনোবারই ৩০ এর কম গোল না নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা হননি মেসি। সেদিক দিয়ে এবারের পুরস্কার মেসির জন্য আলাদাই। গত এক যুগের হিসেবে লিগে এটি ৩৩ বছর বয়সী এই ফুটবলারের দ্বিতীয় সর্বনিম্ম গোল।

গোল কম হলেও অ্যাসিস্টের দিক থেকে একটা রেকর্ড গড়া হয়ে গেছে মেসির। লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন মেসির। লিগের শেষ ম্যাচে আলাভেসের বিপক্ষে জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন। সবমিলিয়ে তার অ্যাসিস্ট সংখ্যা ২১, জাভির এক মৌসুমে সর্বোচ্চ ২০ অ্যাসিস্টের রেকর্ড ছাড়িয়ে যেটি লা লিগার ইতিহাসে নতুন রেকর্ড।- মার্কা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া