adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এবার সরে দাঁড়ালেন জেনারেল ম্যানেজার সাবা করিম

স্পোর্টস ডেস্ক : দিনকয়েক আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিইও পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল জোহরি। তাঁর বিরুদ্ধে মিটু অভিযোগ করেছিলেন এক নারী। তিনি জানিয়েছিলেন, রাহুল জোহরি তাঁকে বাড়িতে ডেকে অশালীন আচরণ করেছিলেন। রাহুল জোহরি সেই থেকেই চাপে ছিলেন। অবশেষে ইস্তফা দিতে হয়েছিল তাকে।

এবার আরও একটি পদত্যাগপত্র জমা পড়ল বিসিসিআই এর দপ্তরে। বোর্ডের জেনারেল ম্যানেজার পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক ক্রিকেটার সাবা করিম। ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকে তিনি এই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন। বিসিসিআইয়ের তরফে অবশ্য এখনও এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। – ইন্ডিয়ান এক্সপ্রেস

বিসিসিআই দিনকয়েক আগে সিইও রাহুল জোহরির ইস্তফা গ্রহণ করেছে। গত বছর ২৭ ডিসেম্বর ইস্তফা জমা দিয়েছিলেন রাহুল জোহরি। সেই সময় তাঁর ইস্তফা গ্রহণ করেনি বোর্ড। তবে এতদিন পর হঠাৎ করে কেন ইস্তফা গ্রহণ করা হল সেটাও জানা যায়নি। ২০১৬ থেকে বোর্ডের সিইও পদের দায়িত্ব পালন করছিলেন জোহরি। ২০২১ পর্যন্ত তাঁর দায়িত্বে থাকার কথা ছিল। কিন্তু বিসিসিআই সভাপতির পদে সৌরভ গাঙ্গুলি দায়িত্ব নেওয়ার পরই জোহরি পদত্যাগ করেন।
রাহুল জোহরির ইস্তফা গ্রহণ হওয়ার এক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন সাবা করিম। ২০১৭ সাল থেকে তাঁরা একসঙ্গে বোর্ডে নিজেদের দায়িত্ব সামলাচ্ছিলেন। ৫২ বছর বয়সী সাবা করিম এর আগে নির্বাচক ছিলেন। ভারতের জার্সিতে তিনি একটি টেস্ট ও ৩৪টি ওয়ানডে খেলেছেন। ১২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন সাবা। ২২টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ৭৩১০ রান করেছেন তিনি। – জিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া