adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করােনা সুযােগ দিয়ছে সমতাপূর্ণ বিশ্ব গড়ার : বললেন জাতিসংঘের মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানের মধ্যে অসমতা বজায় রাখার জন্য দায়ী করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তার তিনি বলেছেন, করোনাভাইরাস মহামারি আরও সমতাপূর্ণ ও টেকসই বিশ্ব গড়ার প্রজন্মের সুযোগ তৈরি করেছে।

বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব। এসময় তিনি আন্তর্জাতিক স্তরে শক্তি, সম্পদ এবং সুযোগকে আরও বিস্তৃত ও সুষ্ঠুভাবে ভাগ করে নেয়ার জন্য গ্লোবাল ডিলের আহ্বান জানান। খবর রয়টার্সের।

জাতিসংঘ মহাসচিব, ‘সাত দশকেরও বেশি আগে যেসব দেশগুলো শীর্ষে উঠে এসেছিল তারা আন্তর্জাতিক সংস্থাগুলোতে ক্ষমতার সম্পর্কের পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে অস্বীকৃতি জানিয়েছে। উচ্চ পর্যায় থেকেই বৈষম্য শুরু হয়েছে। বৈষম্য মোকাবিলায় তাদের সংস্কার করেই শুরু করতে হবে।’

গুতেরেস বলেন, ‘করোনাভাইরাস হচ্ছে এক্স-রে, যার কারণে আমাদের সমাজের ভঙ্গুর কঙ্কাল বেরিয়ে পড়েছে। আমরা বর্ণবাদ-উত্তর বিশ্বে যে বিভ্রমের মধ্যে বাস করি, এটি সব মিথ্যাচার ও প্রতারণা প্রকাশ করে দিচ্ছে। আমরা সবাই এক নৌকায় আছি, এমন কল্পকাহিনী উন্মোচিত করছে।’

তিনি বলেন, ‘এক ভাইরাস আমাদের হাঁটুতে নামিয়ে এনেছে। এ মহামারি বিশ্বের ভঙ্গুরতা তুলে ধরেছে। দারিদ্র্যদূরীকরণ এবং বৈষম্য সঙ্কুচিত করায় যেসব অঞ্চল অগ্রগতি করছিল, মাত্র কয়েক মাসের মধ্যেই তারা বহু বছর পিছিয়ে গেছে।’

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৪ লাখ ২২ হাজার ১২৫ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৪ হাজার ৮১৯ জন। সুস্থ হয়েছেন ৮৬ লাখ ১১ হাজার ২৩৬ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া