adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাহেদের গ্রেফতার নাটক বলে সন্দেহ করছেন রিজভী

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে রিজেন্টের চেয়ারম্যান মো. সাহেদকে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেফতারের ঘটনাটি সাজানো নাটক বলে সন্দেহ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, এই নাটক কমেডি, না এটা ট্র্যাজেডির, আমরা জানি না। নাটক রচনা করতে পারে আওয়ামী লীগের প্রশাসন। এটা নিঃসন্দেহে।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ে কোভিড-১৯ চিকিৎসায় হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের সময় সাহেদের গ্রেফতার নিয়ে প্রশ্ন তোলেনরিজভী।

তিনি বলেন, আপনি টিটো হায়দারকে (ছাত্রদল নোত) খুঁজে পান, আপনি ছাত্রদলের আকরামুল হাসানকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। অথচ ইয়ে কে (সাহেদ) কি খুঁজে পাননি এতদিন ধরে। মানুষকে মনে করেন বোকা!

‘মিডিয়াকে তারা নিয়ন্ত্রণ করে বলানোর চেষ্টা করে। অত্এব যা বলানোর, তাই বলানোর তারা চেষ্টা করে’-যোগ করেন রিজভী।

সাহেদ প্রসঙ্গে রিজভী বলেন, তার মা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সাহেদ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য। এত লুটপাট করে, বাটপারি করে, টাকা ইনকাম করে সে হয়ে গেল হাওয়া ভবনের লোক! সুধা ভবনের লোক হাওয়া খেলে পরে হাওয়া ভবনের লোক হয়ে যায়।

একাদশ নির্বাচনের আগে সাহেদের একটি টকশোর প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের আগের টকশোর ভিডিও দেখলাম গতকাল। সে বলছে, সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে সিপাহী সবাই এই সরকারকে চায়, পুলিশের আইজি থেকে কনস্টেবল পর্যন্ত সবাই এই সরকারকে চায়।

‘কী অদ্ভুত ব্যাখ্যা! সচিব থেকে চৌকিদার পর্যন্ত সবাই তো সরকারকে চায়, তাহলে এখানে অন্যরা আসবে কী করে? যেমন সাহেদ তেমনি তার সরকার, তেমনি তার কথাবার্তা। মানে হবুচন্দ্র রাজার দেশে চারিদিকে গবুচন্দ্র মন্ত্রী থাকলে এই সব বাটপার সমাজে খ্যাতিমান মানুষ হিসেবে পরিচিত হন, তারা টকশোতে আমন্ত্রণ পান’-যোগ করেন রিজভী।

সংগঠনের সভাপতি হোমিওপ্যাথিক চিকিৎসক অহিদুল ইসলাম চৌধুরী স্বপনের সভাপতিত্বে মহাসচিব শাহজালাল আহমেদের পরিচালানায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহসভাপতি সামছুজ্জোহা আলম, সহসভাপতি আজিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, মহিলা দলের নেত্রী নাসিমা তালুকদার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া