adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নানা শঙ্কার মধ্যে ইংল্যান্ডে ক্রিকেট ফেরায় আনন্দিত আইসিসি প্রধান

স্পোর্টস ডেস্ক : বুধবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো ইংল্যান্ড। সাউদাম্পটনে বিকাল ৪টায় ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিকদের মুখোমুখি হয় তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে। নানা শঙ্কা, অনিশ্চয়তা দূরে সরিয়ে মাঠে ক্রিকেট ফেরানোর কৃতিত্ব ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। দীর্ঘ বিরতির পর ক্রিকেট ফেরায় আনন্দিত ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি, সিরিজ আয়োজক ইসিবিকে জানিয়েছেন ধন্যবাদ।

চার মাস আগে ঠিক একই দিনে ৮ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নারী টি-টোয়েন্টি বিশ্বচকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়। যা কয়েক লাখ মানুষ উপভোগ করেছে। করোনা ভাইরাস পরবর্তী প্রথম আন্তর্জাতিক ম্যাচ ঘিরেও একই রকম উত্তেজনা কাজ করছে ভক্ত সমর্থক থেকে ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে। এমনটাই মনে করেন মানু সোহনি। – ক্রিকবাজ
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বলে আমরা আনন্দিত। অংশগ্রহণকারী দলগুলোর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নিতে অক্লান্ত পরিশ্রম করায় ইসিবিকে ধন্যবাদ দিতে চাই।

আজ থেকে চার মাস আগে ঠিক একই দিনে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। যা বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন লোক দেখেছে। আর আমি নিশ্চিত ঠিক একই উত্তেজনা এই সিরিজের আগে সবার মধ্যে বিরাজমান। আমি দুই দলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদির জন্য শুভকামনা জানাই যেন দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ উপহার দিতে পারে। – ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া