adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের অধিনায়ক বললেন, ইংল্যান্ডের দুর্বলতাকে কাজে লাগিয়ে সিরিজ জিততে

স্পোর্টস ডেস্ক : করোনা সঙ্কট কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরছে পাকিস্তান ক্রিকেট। আর সেই লক্ষ্যে ইতিমধ্যে ইংল্যান্ডে পাড়িও দিয়েছে দলটি। এবারের সফরে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান দলের লাল বলের ক্রিকেটের অধিনায়ক আজহার আলী।

তবে এক্ষেত্রে নিজেদের বাটিং ইউনিট থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন আজহার আলী। এছাড়াও দলের তরুণ ও উদীয়মান পেসাররা ইংল্যান্ডের মাটিতে দারুণ কিছু করবে বলে আশা করছেন তিনি। এদিকে সিরিজ জয়ের জন্য ইংল্যান্ডের দুর্বল দিকও খুঁজে পেয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের এই টেস্ট অধিনায়ক। ইংল্যান্ডে পাড়ি দেওয়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই সব তথ্য দেন আজহার। – রাইজিংবিডি

ইংল্যান্ডের মাটিতে মোট এখন পর্যন্ত ১৫টি সিরিজ খেলেছে পাকিস্তান। তবে জয়ের হার খুব বাজে। ২২ শতাংশ হারে মাত্র ৩টি সিরিজ জিততে পেরেছে পাকিস্তান। শেষটি ১৯৯৬ সালে। অপরদিকে হেরেছে ৭টিতে। তবে দলটির জন্য আশার বিষয় সর্বশেষ ২০১৬ ও ২০১৮ সালে ইংল্যান্ডের মাটিতে টানা দুই সিরিজ ড্র করেছে তারা। এবার এক ধাপ এগিয়ে জয়টা পেতে চায় দলটি। তবে এর জন্য ভালো ব্যাটিং প্রয়োজন মনে করে আজহার আলী।

নিজেদের ব্যাটিংয়ের ভালো করার জন্য যেমন আশাবাদী আজহার, একইভাবে ইংল্যান্ডের টপ অর্ডার দুর্বলতাকে সুযোগ হিসেবে নিয়ে এগিয়ে যেতে চান বলে জানিয়ে আজহার আরও বলেন, তাদের ব্যাটিং লাইনআপের দিকে তাকান, অ্যালিস্টার কুক অবসর নেওয়ার পর তাদের টপঅর্ডার বেশ ভঙ্গুর। আর এক্ষেত্রে নিজ দলের বোলারদের উপরই ভরসা রাখতে চাইছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক।

তার ভাষ্যে, আমার বিশ্বাস, আমাদের পেস ও স্পিন আক্রমণ ইংল্যান্ডকে প্রতিটি রানের জন্য ভোগাবে। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ কিংবা মোহাম্মদ হাসনাইনের মতো তরুণ পেসারদের দারুণ সম্ভাবনা আছেন ইংলিশ কন্ডিশনে ভালো করার। একই সঙ্গে দলে কয়েক জন অভিজ্ঞ বোলারও আছে। -ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া