adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোভিড-১৯ এর কারণে পিছিয়ে গেলো সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল

স্পোর্টস ডেস্ক : কোভিড-১৯ এর কারণে ফুটবলের অনেক প্রতিযোগিতা বন্ধ কিংবা বাতিল হয়েছে। অনেক প্রতিযোগিতা আবার পিছিয়ে গেছে। সাফ চ্যাম্পিয়নশিপের ভাগ্যেও তেমন কিছু অপেক্ষা করছিল। অবশেষে চূড়ান্ত ঘোষণা এসেছে, পিছিয়েই গেছে এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপ। সূচি নির্ধারণ না হলেও আগামী বছরের যেকোনও সময় হবে প্রতিযোগিতাটি।

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই এ বছর হওয়ার কথা ছিল বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৯ থেকে ৩০ সেপ্টেম্বর প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা থাকলেও করোনা তা হতে দিলো না। তবে স্থগিত হয়ে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ ঢাকাতেই হবে ২০২১ সালে।

আজ সোমবার সাফের সাত দেশের কর্মকর্তারা অনলাইন সভায় প্রতিযোগিতাটি স্থগিত করার সিদ্ধান্ত নেন। তবে আগামী বছরের সাফ কখন হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

এক ভিডিও বার্তায় সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘সব দেশের ফেডারেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে আমাদের আলোচনা হয়েছে। এ বছরের সেপ্টেম্বরে যে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল সেটা আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী বছর প্রতিযোগিতাটি কখন হবে, সেটা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা পরে নির্দিষ্ট তারিখ জানিয়ে দেবো।

বয়সভিত্তিক সাফের বেশ কয়েকটি প্রতিযোগিতা আছে এ বছর। সেগুলোর ভাগ্যও ঝুলছে সুতোয়। যদিও হেলাল বড়দের সাফ স্থগিতের খবর নিশ্চিত করলেও ছোটদের প্রতিযোগিতা হওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন।

তিনি বলেছেন, ‘এ বছর বয়সভিত্তিক সাফের যে প্রতিযোগিতাগুলো হওয়া কথা ছিল, সেগুলোর ব্যাপারে সেপ্টেম্বরে আমরা আবার বসবো। করোনাভাইরাস পরিস্থিতি যদি অনুকূলে আসে, তাহলে হয়তো ডিসেম্বরে একটি বা দুটি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে। তা না হলে এগুলোও আগামী বছর পর্যন্ত বাতিল করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া