adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফিকে নিয়ে ফেসবুকে দুই প্রবাসীর কটূক্তি: তিতাস থানায় অভিযোগ

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় কুমিল্লার তিতাস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার সকালে তিতাস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তিতাস উপজেলার মোহনপুর গ্রামের জুলহাস মিয়ার ছেলে সৌদি প্রবাসী জুয়েল(২৫) এবং দক্ষিণ আকালিয়া গ্রামের আঃ হাকিম এর ছেলে মালয়েশিয়া প্রবাসী শাহাদাৎ হোসেন টিটন তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে কটুক্তি করে স্ট্যাটাস দেন।

জুয়েল মাহমুদ জয় তার নামের ফেসবুক আইডিতে লিখেন “আওয়ামী অবৈধ সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনায় আক্রান্ত। আফসোস! আজ একজন ক্রিকেটার মাশরাফি বেঁচে নেই, তাই আর অন্তর থেকে দোয়াও নেই। একজন ভোট চোর অবৈধ এমপির জন্য আছে শুধু আফসোস আর ঘৃণা।

শাখাওয়াত হোসেন টিটন নামের আইডিতে দেয়া স্ট্যাটাসটি হলো- যেভাবে অবৈধ শক্তিশালী সংসদ সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া ত্যাগ করছেন, দেশ ও জাতিকে বাঁচানোর জন্য শিগগির জাতীয় নির্বাচন প্রয়োজন।

জুয়েল ও শাখওয়াত তাদের নিজ নামের আইডি বিদেশে বসে চালায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগকারী তিতাস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, ফেসবুকে একজন সংসদ সদস্যকে হেয় প্রতিপন্ন করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার জন্যই আমি থানায় অভিযোগ করেছি।

তিতাস থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, যাদের নামে অভিযোগ করা হয়েছে তারা বিদেশে থাকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া