adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ডের আর্চারকে মোটেও হুমকি ভাবছে না ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : করোনার লম্বা বিরতির পর জুলাইয়ের ৪ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে ক্রিকেট। ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট সিরিজটিই হতে যাচ্ছে করোনার ছুটির পর কোনো আন্তর্জাতিক সিরিজ। যেটি খেলতে ক্যারিবীয়রা ইতোমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গেছেন।

টেস্টে ইংলিশদের অন্যতম সেরা অস্ত্র জোফরা আর্চার। দুধর্ষ এই বোলারের পেসে ধরাশায়ী হতে হয় বাঘা বাঘা ব্যাটসম্যানদের। তবে আর্চারকে নিয়ে খুব একটা ভাবছে যা ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় উইকেটকিপার ব্যাটসম্যান শেন ডোরিচের মতে আর্চারের বোলিংকে হুমকি হিসেবে নিচ্ছেন না তাঁরা। বরং স্বাভাবিক বোলারদের মতোই দেখছেন।

ডোরিচ বলেন, ‘আমি জোফরাকে বেশ ভালোভাবেই জানি, তিনি একটি আশ্চর্য প্রতিভা এবং আমি আশা করি তাকে এই সিরিজটিতে আরও ভাল করে দেওয়া হোক। তবে আমাদের দুর্দান্ত বোলিং লাইন আপ রয়েছে এবং যে দলটি আমার সাথে মাঠ নামছে তা নিয়ে আমি খুশি।

ডোরিচ বিশ্বাস করেন যে জেসন হোল্ডার, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, আলজারি জোসেফ এবং চেমার হোল্ডারের পেস ইংল্যান্ডের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হোল্ডার, রোচ, শ্যানন এবং আলজারির দিকে তাকালে আপনি দেখবেন চার জন চার ধরণের বোলিংয়ে পারদর্শী। শ্যানন ও আলজারির গতি বেশি, জেসন মিঃ কনসিস্ট্যান্ট, রোচ খুব প্রতিভাবান একজন বোলার। সুতরাং আমি মনে করি আমাদের একটি সুপরিকল্পিত আক্রমণভাগ রয়েছে এবং আমি তাদের এই সিরিজে বোলিং দেখার অপেক্ষায় রয়েছি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের তিন টেস্টের সিরিজটি ৮ জুলাই সাউদাম্পটনে শুরু হবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দর্শকশূণ্য স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। -ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া