adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মের কারণে গান ছাড়ছেন আতিফ আসলাম?

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের সংগীত জগতকে বিদায় জানানোর সিদ্ধান্তে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে। বলা হচ্ছে, ধর্মের কারণে গান ছাড়ছেন তিনি।

সম্প্রতি জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে হামিদ মীরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন বলিউডে জনপ্রিয়তা পাওয়া গায়ক।

আতিফ আসলাম জানান, মিউজিক ইন্ডাস্ট্রি ছাড়ার বিষয়টি বেশ ব্যক্তিগত। তবে নিজের অংশ হিসেবে ধর্মের সঙ্গে যুক্ত থাকতে চান।

তিনি বলেন, “আমি বলতে চাই না যে, সংগীত পুরোপুরি ছেড়ে দেবো। বরং ধর্মের গুরুত্বপূর্ণ দিকের সঙ্গে যুক্ত আল্লাহর নিরানব্বই নাম ও তাজদার-ই-হারাম তুলে ধরতে চাই।”

সঙ্গে যোগ করেন, “আমি খুশি যে এমন কিছু তরুণ আছেন যারা শুধু আমার সংগীত শুনছেনই না, এই বিষয়গুলোর দিকেও ঝুঁকছেন। তবে আমি এখনই গান ছেড়ে দিচ্ছি না।”

করোনা পরিস্থিতিতে আতিফ আসলামের আজানের একটি ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। এ প্রসঙ্গে জানান, পবিত্র মক্কায় আজান দেওয়া ইচ্ছা অনেক দিনের। সেখান থেকেই এই ভিডিও প্রকাশের পরিকল্পনা। এতই আপ্লুত ছিলেন যে, আজান রেকর্ডের আগের রাতে তিনি ঘুমাতে পারেননি। এ নিয়ে তার অনুভূতি ভাষায় প্রকাশের নয় বলেও জানান।

কোক স্টুডিও’র সাম্প্রতিক এপিসোডে আল্লাহর নিরানব্বই নামখচিত ‘আসমা-উল-হুসনা’ শিরোনামের সংগীত পরিবেশন করেন আতিফ আসলাম। যা বেশ প্রশংসিত হয়েছে।

এ আইকনিক গায়ক বলেন, “জীবনে আমরা অনেক কিছু করি, যার কিছু পুণ্যময় কিছু পাপ। আমি যথেষ্ট ভাগ্যবান যে ‘তাজদার-ই-হারাম’-এ কণ্ঠ দিয়েছি এবং ‘আসমা-উল-হুসনা’য় সুযোগ পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করি। নামগুলো আবৃত্তির সময় আমার যে অনুভূতি হয়েছিল তা ব্যাখ্যা করতে পারব না।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া