adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সকল তামাশার’ জন্য ক্ষমাপ্রার্থী নোবেল

বিনােদন ডেস্ক : আমি ক্ষমাপ্রার্থী আমার সকল তামাশার জন্য। আমি ক্ষমাপ্রার্থী তামাশা গানটি আপনাদের মন জয়ে ব্যর্থ হয়েছে— এ কথা গায়ক মাঈনুল আহসান নোবেলের।

নিজের নতুন গান ‘তামাশা’র জন্য নেতিবাচক প্রচারণার আশ্রয় নিয়েছিলেন ভারতীয় রিয়্যালিটি শো থেকে জনপ্রিয় পাওয়া নোবেল। গানটিকে প্রচারে আনতে দেশের কিংবদন্তিদের নিয়ে করেন বিরূপ মন্তব্য। এমনকি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্য করায় সে দেশে জিডি হয়েছে। ডাক পড়ে র‌্যাব কার্যালয়ে।

অন্যদিকে গানটি প্রকাশের পরপরই ইউটিউবে ডিজলাইকের ঝড় বয়ে যায়। ৬ দিন আগে প্রকাশিত ‘তামাশা’ দেখা হয়েছে সাড়ে ১৭ লাখের বেশিবার। লাইক পড়েছে ৩৭ হাজার, ডিজলাইক বাটনে ক্লিক করেছেন ৩ লাখ ৬৫ হাজারের বেশি ভিউয়ার্স।

এরই মাঝে ফেইসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বৃহস্পতিবার ক্ষমা চাইলেন আলোচিত এই গায়ক।

নোবেল বলেন, “আমি মেনে নিচ্ছি আমার গানের প্রচারের পন্থা ভুল ছিল। এত মানুষ যাতে ক্ষুব্ধ হয়েছে তা কখনো সঠিক হতে পারে না। এ কারণে আমার গানের ওপর ইতিবাচক প্রভাব না পড়ে বরং তা নেতিবাচক হয়েছে। আমার ভক্তদের নানান ধরনের কথা শুনতে হয়েছে। এমনটা আমার দ্বারা আর কখনো হবে না।

তবে আমি অকারণে ব্যক্তিগতভাবে কারো ক্ষতি করিনি বা করার চেষ্টা করিনি। আমাকে গালি দিয়ে যদি আপনার দিনটি সুন্দর হয়, তা আপনি দিতে পারেন। তবে প্লিজ, ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ না করার অনুরোধ রইল। দেশে আইন প্রশাসন আছে। আর ব্যক্তি নীতির কথা না হয় না বললাম।

সবশেষে শুধু বলব, আমি ক্ষমাপ্রার্থী আমার সকল তামাশার জন্য। আমি ক্ষমাপ্রার্থী তামাশা গানটি আপনাদের মন জয়ে ব্যর্থ হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।”

‘তামাশা’ গানটির কথা ও সুর করেছেন জিহান। সংগীত করেছে নোবেলম্যান টিম। মিক্সমাস্টারিং ইমন চৌধুরী। ভিডিও নির্মাতা নাজমুল হাসান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া