adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাকিস্তানে নয়, শ্রীলঙ্কায় হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট

স্পোর্টস ডেস্ক এ বছর এশিয়া কাপ আয়োজনের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সবুজ সংকেত পেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী শাম্মি সিলভা দেশটির একটি দৈনিক টুডেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৮ জুন) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে জানা যায় এশিয়া কাপ নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। পরবর্তী বোর্ড সভার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে ২৯জুন। তাই এদিনই আসতে পারে চূড়ান্ত ঘোষণা।

করোনাভাইরাসের কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। এছাড়া সভাপতিত্ব করেন এসিসির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এবারই প্রথম এই বৈঠকে অংশ নেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং বিসিসিআই সচিব জয় শাহ।

পিসিবির প্রধান নির্বাহী এহসান মানি এবং লঙ্কান বোর্ডের প্রধান নির্বাহী সাম্মি সিলভা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এই বৈঠকে। শাম্মি সিলভা বলেন, করোনা পরিস্থিতির কারণে পাকিস্তান এ বছর এশিয়া কাপ আয়োজন করা নিয়ে শঙ্কার মধ্যে আছে। পিসিবির সঙ্গে আমাদের আলাপ হয়েছে। ভিডিও কনফারেন্সের এই বৈঠকে আমাদের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে পিসিবি।

এশিয়া কাপ আয়োজনের জন্য আরও একটি বাঁধা পার করতে হবে শ্রীলঙ্কাকে। সরকারের নির্দেশনার অপেক্ষায় আছে এসএলসি। শাম্মি সিলভা জানিয়েছেন, এশিয়া কাপ সম্পূর্ণ সুন্দর পরিবেশে আয়োজন করতে সরকারের সঙ্গে বৈঠকে বসবেন তারা।

মোট ৬ দলের আয়োজনে হবে এ বছরের এশিয়া কাপ। যেখানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা এবং আফগানিস্তান ছাড়াও অংশ নেবে বাছাইপর্ব পার করে আসা একটি দল। ২০১৮ সালে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছিল পাকিস্তানকে।

পিসিবি জানিয়েছিল, নিজেদের দেশেই তারা আয়োজন করতে চায় টুর্নামেন্টটি। রাজনৈতিক কোন্দলের কারণে ভারত রাজি নয় পাকিস্তানে যেতে। আবার পাকিস্তানও অনড় আয়োজকের অবস্থান থেকে সরে আসতে। ফলে একটা অচলাবস্থা তৈরি হয়েছিল টুর্নামেন্টের আয়োজন নিয়ে।

এ নিয়ে চলতি মাসের শুরুতে দুবাইয়ে বৈঠকে বসার কথা ছিল এসিসির। কিন্তু করোনা আতঙ্কে সে বৈঠক পিছিয়ে যায়। এবার আইসিসির বৈঠকের পাশাপাশি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কাজ সেরে নিতে চেয়েছিল এসিসি। কিন্তু করোনা আতঙ্কে আবারও স্থগিত হয়েছে এই বৈঠক। -ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া