adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গ্যালারিতে ‘লুঙ্গি ঝারা’ দিলে গোল হতো ঢাকার মাঠে

ফরহাদ টিটো : বাইরের দুনিয়ায় ফুটবল ম্যাচে ‘মেক্সিকান ওয়েভ’ খুব দৃষ্টিনন্দন ও জনপ্রিয়। গ্যালারিতে দর্শকরা পালাক্রমে ঢেউয়ের মতো দাঁড়িয়ে-হাত তুলে আবার মুহূর্তেই বসে পড়ে এই কাজটা করেন। অনেক মরা খেলাও প্রাণবন্ত হয়ে ওঠে এই উৎসাহব্যঞ্জক ওয়েভের তালে।

স্বাধীনতার পর থেকে নব্বুই দশকের শুরু পর্যন্ত ঢাকা স্টেডিয়ামে (বঙ্গবন্ধু) যখন ফুটবল লিগ হতো তখন এটা ছিলো প্রায় নিয়মিত ঘটনা।
আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়নের মতো বড় দলগুলির মধ্যে খেলা হতো যখনৃ গ্যালারি ভর্তি দর্শকরা ভিন্নধর্মী এক মেক্সিকান ওয়েভ করতেন। দুই শীর্ষ জনপ্রিয় দল মোহামেডান আর আবাহনীর সাপোর্টাররাই করতেন কা-টা সবসময়।
কি করতেন তারা?

খেলা যখন গোলশূন্য চলতে থাকতো আর টেনশন বাড়তে থাকতো পয়েন্ট হারানোর, তখন লুঙ্গি ঝারা চলতো ওয়েভের সাথে তাল মিলিয়ে। তখনো আমাদের দেশে গার্মেন্টস বিপ্লব হয়নি বলে সাধারণ গ্যালারিতে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ দর্শক যেতেন লুঙ্গি পরে। লুঙ্গি ঝারা দিলে কুফা কেটে যাবে, গোল পাবে প্রিয় দল… এই বিশ্বাসটা খুব জোরালো ছিলো তখনকার দিনে।
মজার ব্যাপার কি জানেন?

সাপোর্টাররা লুঙ্গি ঝারা দেওয়ার কিছুক্ষণের মধ্যে গোল দিয়ে বসেছে তাদের প্রিয় দল… এমন ঘটনা সত্যি সত্যিই ঘটতে দেখা গেছে অনেক অনেক বার!
ফরহাদ টিটো: প্রবাসী সাংবাদিক (লেখাটি তার ফেইসবুক থেকে নেওয়া)

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া