adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরুশিয়াকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে গেলো বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক : ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে আলো ছড়াতে পারলেন না আর্লিং হলান্ড। সুযোগ পেয়েও পারলেন না কাজে লাগাতে। তার দল বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে বুন্ডেসলিগা শিরোপা ধরে রাখার পথে বড় এক ধাপ এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ।

সিগনাল-ইদুনা পার্কে মঙ্গলবার ১-০ গোলে জিতেছে টানা সাতবারের চ্যাম্পিয়নরা। লিগের প্রথম দেখায় ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছিল বায়ার্ন। খেলা চললো দর্শকশূন্য স্টেডিয়ামে। তবে টিভির পর্দায় ম্যাচ জুড়ে শোনা গেল দর্শকের আওয়াজ! যদিও তাতে ছিল না সত্যিকারের প্রাণ।

আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকা ম্যাচের ৪৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক চিপে বায়ার্নকে এগিয়ে নেন জশুয়া কিমিচ। একটু এগিয়ে ছিলেন সুইস গোলরক্ষক রোমান বুর্কি। পিছিয়ে গিয়ে বলে হাত লাগান বটে, কিন্তু রুখতে পারেননি।-গোল ডটকম

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে লেয়ন গোরেটস্কার নিচু শট ঝাঁপিয়ে ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি বুর্কি। চার মিনিট পর আর্লিং হলান্ডের শট সামনে পড়ে যাওয়া ডিফেন্ডার জেরোমে বোয়াটেংয়ের হাতে লেগে বাইরে চলে যায়। পেনাল্টি পেতে পারতো স্বাগতিকরা; কিন্তু রেফারির চোখ এড়িয়ে যায়, কোনো আবেদনও হয়নি।
৭২তম মিনিটে বাঁ দিক থেকে জেডন স্যানচোর ক্রসে পা লাগাতে গিয়ে বেকায়দায় পা পড়ে ব্যথা পান হলান্ড। সঙ্গে সঙ্গে তাকে তুলে ১৭ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড জিওভানি রেইনাকে নামান ডর্টমুন্ড কোচ। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন লিগে ১০ ও সব প্রতিযোগিতা মিলে ডর্টমুন্ডের হয়ে মোট ১৩ গোল করা হলান্ড।

আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৭ গোল করা রবের্ত লেভানদোভস্কি ৮৩তম মিনিটে পেতে পারতেন জালের দেখা। কিন্তু তার দূরপাল্লার শটটি পোস্টে বাধা পায়। বাকি সময়ে কেউই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি। দারুণ এক জয়ের আনন্দে মাঠ ছাড়ে হান্স ফ্লিকের দল। ২৮ ম্যাচে ২০ জয় ও চার ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হলো ৬৪। দুইয়ে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট ৫৭।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া