adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নকিয়ার ৪২ কর্মীর করোনা, কারখানা বন্ধ

ডেস্ক রিপাের্ট : গত সপ্তাহে চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা অপো নয়া দিল্লিতে তাদের কারখানায় কাজ বন্ধ করে দিয়েছিল ৯ জন কর্মীর শরীরে করোনা সংক্রমণ পাওয়ার পর। এবার তামিলনাড়ুতে নকিয়ার ৪২ জন কর্মীর করোনা হয়েছে। বন্ধ রয়েছে নকিয়ার তামিলনাড়ুর কারখানা।

যদিও নকিয়ার পক্ষ থেকে জানানো হয়নি তামিলনাড়ুর শ্রীপেরমবুদুরের কারখানায় ঠিক কতজন শ্রমিক করোনা আক্রান্ত। তবে সূত্রের খবর প্রায় ৪২ জনের শরীরে মিলেছে করোনা সংক্রমণ। সংস্থার তরফে জানানো হয়েছে করোনা পরবর্তী সময়ে কারখানায় সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে এবং ক্যানটিনেও কিছু পরিবর্তন আনা হয়েছে।

লকডাউন চলার মধ্যেই নিয়ন্ত্রিতভাবে শুরু করা হয়েছিল কারখানার কাজ। নকিয়ার তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘মুষ্টিমেয় কর্মী দিয়ে আমরা দ্রুত আবার কাজ শুরু করব।’ লকডাউন তোলার পর নকিয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হতে হবে বহু সংস্থাকেই। সেক্ষেত্রে প্রয়োজন চূড়ান্ত সাবধানতা অবলম্বন করার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া