adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছোটপর্দায় মোস্তফা সরয়ার ফারুকীর একাধিক নাটক-টেলিফিল্ম

বিনােদন প্রতিবেদক : সিনেমায় ব্যস্ত হওয়ার পর খুব একটা টিভিমুখী হননি মোস্তফা সরয়ার ফারুকী, যদিও ছোটপর্দার দর্শকেরা তাকে বরাবরই স্মরণ করেন। মাঝে অবশ্য একবার ফিরেছিলেন টেলিভিশনে। ২০১৮ সালের সেই টেভিমুভি ‘আয়েশা’ আবার ভক্তদের আবার আপ্লুত করে।

এবারের ঈদুল ফিতরে ফারুকীর পুরোনো ও জনপ্রিয় কিছু নাটক-টেলিফিল্ম প্রচার হবে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠানমালায়। চ্যানেলটির তরফে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেল।

আলোচিত টেলিমুভি ‘আয়েশা’ প্রচার হবে ঈদের দিন দুপুর আড়াইটায়। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও চঞ্চল চৌধুরী। একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে গীতালি হাসানের গল্পে নির্মিত নাটক ‘তালপাতার সেপাই’।

টেলিফিল্ম ‘ভোকাট্টা’ দেখা যাবে তৃতীয় দিন দুপুর আড়াইটায়। একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে নাটক ‘নিখোঁজ সংবাদ’ ।

ঈদের পঞ্চম দিন বিকেল সাড়ে ৪টায় থাকছে মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত টেলিফিল্ম ‘চঁড়ুইভাতি’। আনিসুল হকের রচনায় অভিনয় করেছেন অপি করিমসহ অনেকে ।

প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ফারুকীর সর্বশেষ সিনেমা ‘ডুব’। এরপর নির্মাণ করেন ‘শনিবার বিকেল’, নানান জটিলতায় সিনেমাটি দেড় বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। বর্তমানে তিনি ‘নো ল্যান্ডস ম্যান’-এর পোস্ট প্রডাকশন নিয়ে ব্যস্ত আছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া