adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা পরবর্তী আইসিসির ক্রিকেট গাইডলাইন নিয়ে প্রশ্ন তুললেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটকে করোনামুক্ত রাখতে একাধিক নতুন নতুন নিয়ম আনতে চলেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। তাদেও দেওয়া ১৬ পাতার ক্রিকেট গাইডলাইন-এ রয়েছে একাধিক নয়া দাওয়াই। ক্রিকেটার থেকে আম্পায়ার সবার জন্যই নানা নির্দেশিকা রয়েছে। কিন্তু বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন আইসিসির এই নির্দেশিকাগুলিকে আরও স্বচ্ছভাবে বর্ণনা করে দেওয়া উচিৎ। কারণ ক্রিকেট মাঠে সোশ্যাল ডিস্টেন্সিং রাখাটা খুবই কঠিন ব্যাপার। – সংবাদ প্রতিদিন

এ প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, এখন তো শুনতে পাচ্ছি করোনাভাইরাস ১২ ফুট দূরত্ব থেকে সংক্রামিত করতে পারে। তিন বা ছয় ফুট নয়। তার মানে ওভারের মাঝে দুই ব্যাটসম্যান কথা বলতে পারবেন না ? তারা কি ক্রিজের দুই প্রান্তেই দাঁড়িয়ে থাকবেন? মাঠে কোনও দর্শক থাকবে না? উইকেটকিপাররা কতদূরে দাঁড়াবে? ক্লোজ ইন ফিল্ডাররা কী করবে? তবে যাই হোক না কেন আইসিসি যে কোনওরকম ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেবে না সেবিষয়ে নিশ্চিত সাকিবও।

জুয়াড়িদের সঙ্গে যোগাযোগের কথা গোপন করায় আপাতত নির্বাসনে রয়েছেন সাকিব। অক্টোবরে নির্বাসন থেকে মুক্তি মিলবে। তাই এখন দুইভাবে দিন গুনছেন সাকিব। প্রথমতঃ করোনামুক্ত হয়ে আবার কবে ক্রিকেট ফিরবে মাঠে আর দ্বিতীয়তঃ নির্বাসন কাটিয়ে নিজে কবে মাঠে ফিরতে পারবেন। – জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া