adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৭২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে ৭২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি এ তথ্য জানান। খবর: হিন্দুস্তান টাইমস।

বৈঠকে জানানো হয়, নিহতদের মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৫, উত্তর ২৪ পরগনায় ১৭ ও হাওড়ায় ৭ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো থেকেও মৃত্যুর খবর এসেছে।

এসময় ঝড়ে নিহতদের পরিবারকে ২ লাখ ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (২০ মে) কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ কিলোমিটার। কলকাতার বিভিন্ন জায়গায় ভেঙে গেছে ট্রাফিক সিগন্যাল। কলকাতার অন্তত ১৮টি জায়গায় গাছ পড়ে গেছে। দিঘা, রামনগর, মন্দারমনি, কাঁথি, হলদিয়ার বিভিন্ন এলাকায় ছোট বড় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। মন্দারমনিতে কয়েকটি হোটেলে পানি ঢুকে গেছে।

ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কি.মি. বেগে ঝড় বয়ে যায় দিঘা উপকূলে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কার্যত লন্ডভন্ড দশা এখন দিঘার। ঝড়ের দাপটে দিঘা রেলস্টেশনের করোগেটেড শিট (চাল) উড়ে গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া