adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তামিমের লাইভ অনুষ্ঠানে আকরাম খানকে ওয়াসিম আকরাম বললেন, তুমি আসো তোমাকে দেখে নিবো

স্পোর্টস ডেস্ক : ১৯৯৫ সালের এশিয়া কাপে তৎকালীন বাংলাদেশ অধিনায়ক আকরাম খানকে হুমকি দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম। শারজাহতে অনুষ্ঠিত সেই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি।

অথচ ম্যাচ শুরুর আগে ওয়াসিম আকরামকে ভিন্ন কথা বলেছিলেন আকরাম খান। টসে জিতলে কি নিবে ওয়াসিমের এমন প্রশ্নের উত্তরে ফিল্ডিং নেয়ার কথা বলেন টাইগার অধিনায়ক। দীর্ঘ ২৫ বছর পর সেই স্মৃতিই আবার উঠে এসেছে তামিম ইকবালের লাইভ আড্ডায়।

মঙ্গলবার (১৯ মে) মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান এবং খালেদ মাসুদ পাইলটের পাশাপাশি তামিমের লাইভ অনুষ্ঠানে কিছু সময়ের জন্য অংশ নেন ওয়াসিম আকরামও। এই আড্ডায় নানা বিষয়ের কথা বলার এক পর্যােেয় এশিয়া কাপের সেই প্রসঙ্গ ওঠান তামিমের চাচা আকরাম খান।
অনেকটা মজা করেই আকরাম খান বলেন, ওয়াসিম তোমার কি ১৯৯৫ সালের শারজাহতে অনুষ্ঠিত এশিয়া কাপে ঘটনা মনে আছে? তোমাদের বিপক্ষে ম্যাচে আমি অধিনায়ক ছিলাম, অনেক গরম ছিল। তুমি এসে আমাকে জিজ্ঞেস করলে আকরাম টস জিতলে কি করবে? আমি বলেছিলাম ফিল্ডিং নিবো। তুমি জিজ্ঞেস করেছিলে আমি নিশ্চিত কিনা? বললাম পরিকল্পনা এটাই।

টসের সময় যাচ্ছিলাম, নান্নু ভাই এসে বললেন তুমি ফিল্ডিং কেন নিচ্ছ? ওরা তো আগে ব্যাটিং করলে ৩০০র উপর করবে, কিভাবে হবে? জিতলে ব্যাটিং নিয়ো। এরপর আমি ব্যাটিং নেই, এরপর তুমি ড্রেসিং রুমে এসে আমাকে বললে ‘আকরাম তুমি আসো, তোমাকে দেখে নিবো।

শারজাহতে অনুষ্ঠিত সেই এশিয়া কাপের কথা অবশ্য খুব একটা মনে নেই অনেকেরই। তবে বাংলাদেশ দলপতি আকরাম খানের স্মৃতির মণিকোঠায় এখনও জ্বলজ্বল করে সেই ম্যাচ। যদিও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে সেবার তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ।
শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে তারা। জবাবে ১২২ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়াসিম আকরামদের পাকিস্তান।-ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া