adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কঙ্গনা এখন কবি

বিনােদন ডেস্ক : অভিনয়ের জোরে কঙ্গনা রনৌতের যেমন প্রশংসা, লাগামছাড়া কথাবার্র্তার জন্য তেমন নিন্দা। এর বাইরে নায়িকার ভেতরের কে রাখে! কে জানতো তার মধ্যে আছে কবিসত্তা!

লকডাউনের এই দমবন্ধ সময়ে ‘কুইন’ অভিনেত্রী কবিতা লিখে নিজেকে নতুনভাবে জানান দিচ্ছেন। আবৃত্তির ভিডিও ছেড়েছেন সোশ্যাল মিডিয়ায়।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনার বাড়ি হিমালয়ের কোলে। আর সেই নিসর্গের মাঝে হারিয়ে যেতে যেতে একটা কবিতা পড়ছেন তিনি। যে কবিতা তার নিজেরই লেখা।

‘আসমান’ নামে সেই কবিতাটি সদ্য লিখেছেন কঙ্গনা, যেখানে মিশে গেছে নায়িকার অনুভূতি, প্রেম, প্রকৃতি সবকিছু। কবিতাটি পাঠ করার একটি ভিডিও আপলোড করা হয়েছে তার সোশ্যাল মিডিয়া পেজে, যেখানে কঙ্গনাকে দেখা যাচ্ছে খোলা আকাশের নিচে। কখনো ঘাসে শুয়ে রয়েছেন, কখনো জংলি লতাপাতার ফাঁকে দেখা যাচ্ছে নায়িকাকে। ভিডিও নির্দেশনাও দিয়েছেন তিনিই। লকডাউনে

মানালিতে নিজের বাড়িতে পরিবারের সঙ্গে রয়েছেন কঙ্গনা। দিনকয়েক আগে মাদার্স ডে উপলক্ষে মাকে নিয়ে একটি ইংরেজি কবিতা লিখেছিলেন তিনি। এবার তার হিন্দি কবিতা ‘আসমান’ সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছে।

সর্বশেষ ‘পাঙ্গা’ ছবির মাধ্যমে পর্দায় হাজির হয়েছিলেন কঙ্গনা। হাতে আছে ‘থালাইভা’, ‘ধাকাড়’ ও আরেকটি ছবি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া