adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত নারীর কোলে ছেলের জন্ম

নিজস্ব প্রতিবেদক : বংশাল থানা পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি কসাইটুলির করোনা আক্রান্ত সেই অন্তঃসত্ত্বা নারীর ছেলে সন্তান হয়েছে।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে সেই নারীর প্রসব বেদনা শুরু হলে কোন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে না পেরে তার স্বামী থানা পুলিশের সহায়তা চান।

এর আগে, গত ৬ মে বংশালের কসাইটুলির করোনা উপসর্গযুক্ত এক অন্তঃসত্ত্বা নারীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করাতে না পেরে তার স্বামী বংশাল থানা পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান।

ওই দিনেই ওই নারীর করোনা টেস্ট করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর তারা বাড়িতে রেখে গর্ভবতী সেই নারীর সেবা করতে থাকেন। ৭ মে সেই নারীর কোভিড-১৯ পজিটিভ আসে।

সোমবার সকালে আবার সহায়তার জন্য ফোন কল পেয়ে বংশাল থানার ওসি শাহীন ফকির পুলিশের একটি টিম নিয়ে ওই বাসায় গিয়ে স্বামী এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য পিপিই, হ্যান্ড গ্লাভস্, মাস্ক পরিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে ওই নারীর কোল জুড়ে নেমে আসে এক পুত্র সন্তান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া