adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে করােনায় মৃত্যুর খবর জানাতে পারেনি, নতুন আক্রান্ত ৭০৬ জন

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনায় (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫ জন। নতুন মৃত্যুর তথ্য জানানো হয়নি। এ পর্যন্ত মোট মারা গেছেন ১৮৬ জন।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭০৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ১৮৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর তথ্য এখনো না পাওয়া পরবর্তিতে সংবাদ বিবৃতিতে জানানো হবে। তবে এ পর্যন্ত ১৮৩ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৯১০ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩৭ লাখ ৫৩ হাজার ৭৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৬৩ হাজার ৭৮৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৩ লাখ ৬ হাজার ৪৮৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৮৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া